হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, বেলপাতা শিবের অত্যধিক প্রিয়। তাই শিবের পাশাপাশি বিল্ব গাছের পুজো করলেও মহাদেবকে প্রসন্ন করা যেতে পারে। আবার বিল্বগাছ বাস্তুদোষও দূর করতে পারে।মনে করা হয়, যে জাতকেরা শ্রাবণ মাসে গন্ধ-পুষ্প দিয়ে বিল্ব গাছের পুজো করেন, তাঁরা ইহলোকের সুখ-শান্তি ভোগ করার পর শিবলোক লাভ করেন।আবার বিল্ব গাছের সামনে প্রদীপ জ্বালালে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়।বিল্বর নতুন পাতা পেড়ে বিল্ব গাছের পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার বিল্ব গাছের কাছে শিবভক্তদের ভোজন করালে পুণ্যলাভ হয়। এমনকি কোনও শিবভক্তকে পায়েস ও ঘিযুক্ত ভোজন দান করলেও ব্যক্তি কখনও দরিদ্র হয় না। অন্যদিকে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিল্ব গাছের দর্শনমাত্রেই লাভ হয় ও পাশাপাশি ব্যক্তির বংশবৃদ্ধি হয়।যে বাড়িতে বিল্ব গাছ থাকে সেই ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। পাশাপাশি বাস্তুদোষও দূর করা সম্ভব হয়। তবে মনে রাখবেন, বাড়ির উত্তর-পশ্চিম দিকে বিল্ব গাছ লাগানো উচিত। এমন করলে যশ বৃদ্ধি হয়। তবে কেউ যদি প্রসিদ্ধি ও সম্মানের কামনা করে থাকেন, তা হলে এ দিকে বিল্ব গাছ লাগাবেন না।