শুক্রবার মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং এ𝔉ই দিꦿনে তার পুজো করা তার আশীর্বাদ নিয়ে আসে এবং প্রত্যেক মানুষ মা লক্ষ্মীর আশীর্বাদ চায়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গ♉েও বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন-সম্পদ লাভের পাশাপাশি বিবাহিত জীবনও মধুর হয়, সেই সঙ্গে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসে। তাই শুক্রবার দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে কিছু ব্যবস্থা করলে শীঘ্রই তিনি প্রসন্ন হতে পারেন। আসুন জেনে নেই সেই&nꦑbsp;উপায় গুলো কী কী।
শুক্রবারে করুন এই প্রতিকারগুলো
শুক্রবার দক্ষিণাবর্তি শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন, এই প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সর্বদা আপনাকে আশীর্বাদ 🉐করেন।
অর্থের প্র🎶বাহ বাড়াতে শুক্রবার মহালক্ষ্মীর ধ্যানღ করুন এবং শ্রীসুক্তম পাঠ করুন।
শুক্রবার সাদা রঙের জি💛নিস দান করা যেতে পা💜রে যেমন চাল, দুধ, দই, ময়দা এবং মিছরি।
শুক্রবারে পিঁপড়ে ও গরুকে আটা বা ময়দার রুটি গুড় খাও🧜য়ানো ভালো এতে&nꦍbsp;শুক্র দেবের কৃপালাভ হয়।
খাবার পাতে টক দই খেতে পারেন।
রোজ আতর ব্যবহার করল♔েও শুক্র মজবুত হয় কুণ্ডলিতে।
মা লক্ষ্মীকে পুজোতে লাল গোলাপ নিবেদন ꧅করুন প্❀রতি শুক্র বার।
পুজোতে ক💫্ষীরের ভোগ বা পায়েস দিতে পারেন। ক্ꦡষীর দেবী লক্ষ্মীর খুব প্রিয়।
পুজোয় দেশী কর্পুর ব্য♛বহার করুন ও প্রতি শুক্র বার মন্দিরে কর্পুর বা ধূপ বাতি দান করুন।
শুক্র বার সাদা বা গোলাপী রঙের বস্ত্র পরিধান করুন।