🎃 বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেগুলি ধর্মীয় কারণে হয়নি। বরং রাজনৈতিক কারণে তাঁদের হিংসার মুখে পড়তে হয়েছে বলে দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে বাংলাদেশে নির্বিঘ্নে দুর্গাপুজো উদযাপন করেছেন হিন্দুরা। সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল। এমনকী দুর্গাপুজোর সময় বাড়তি একদিন ছুটি দেওয়া হয়েছিল বলেও সাফাই দেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
সম্পূর্ণ অতিরঞ্জিত, দাবি ইউনুসের
🐭রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ (ছিল)। ওই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। কয়েকটি ক্ষেত্রে তাঁরা হিংসার শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যা প্রচার হয়েছে, তা সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে কয়েকটা হিংসাত্মক ঘটনা ঘটেছে, তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এইসব ঘটনায় ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল।’
⛎ইউনুস আরও দাবি করেন, তিনি দায়িত্বগ্রহণের দু'মাসের মধ্যেই বাংলাদেশে প্রায় ৩২,০০০ দুর্গাপুজো হয়। সেজন্য একটা বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছিল। দুর্গাপুজোর সময় কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল পুরো বাংলাদেশেই, যাতে হিন্দুরা কোনওরকম ঝঞ্জাট ছাড়াই দুর্গাপুজোয় মেতে উঠতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকটি হিংসার ঘটনা ঘটেছে, সেগুলির তদন্ত করা হচ্ছে। তবে শুধু হিন্দুরা নন, যাতে বাংলাদেশের কোনও মানুষই হিংসার মুখে না পড়েন, সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছেন ইউনুস।
হিন্দুদের উপরে আক্রমণের অভিযোগ ওঠে বাংলাদেশ
🐲বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূরণের সন্ধ্যায় ইউনুস সেই দাবি করলেও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এমনকী সেজন্য অনেকে ভারতে চলে আসার চেষ্টাও করছিলেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে।
দুর্গাপুজোর সময়ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল বাংলাদেশে
🅷আবার দুর্গাপুজোর সময়ও বাংলাদেশের একাধিক প্রান্তে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে মূর্তি ভাঙচুর করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে মূর্তি। এমনকী ঢাকার তাঁতিবাজার পুজো মণ্ডপে ককটেল বোমা দিয়ে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। তার আগে সাতক্ষীরার যশোরেশ্বরীর কালীমন্দির থেকে মা কালীর মুকুট চুরি হয়ে যায়। যে মুকুট দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।