অন্তর্বর্তী সরকারের ১০০দিন পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নানা প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কতটা সুসম্পর্ক সেটা রীতিমতো ফলাও করে প্রচার করেন তিনি। আর ♑সেটা বলতে গিয়ে তিনি একাধিক দেশের কথা উল্লেখ করেন।
ইউনুস তাঁর ভাষণে বলেন, ‘গণ অভ্যুত্থানে সকল শহিদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহিদ পরিবারকে সরকারের পক্ষ থেকেও ৩০ ল๊ক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভূত্থানের কোনও শহিদ ও আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ পড়বে না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার।’
তিনি বলেন,' নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে আমাদের অনেকগুলো কাজ করে যেতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কবে পৌঁছবে সেটা নির্ভর করছে কত তা✅ড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্য়ের মাধ্যমে। '
ইউনুস বলেন, ‘আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্ব☂ব্যাঙ্ক, আইএমএফ, ইউএনডিপি, ইত্যাদিক প্রধানদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েﷺছে। তারাও বাংলাদেশকে নতুনভাবে ও সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহের কথা জানিয়েছে। চিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চিনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। ’
তিনি বলেন, ‘প্রবাসীদ🐼ের কল্য়ান✱ে আমাদের বাংলাদেশ সরকার নানাভাবে সহযোগিতা করছে। ’
‘আমরা আসিয়ানের সদস্যপদের জন্য় আবেদন করেছি। মালয়েশিয়া আমাদের সহযোগিতা করছে। ইন্দোনেশিয়া আমাদের সহযোগিতা করছে। …তুরস্꧂ক আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করতে চায়। চলতি মাসে একটি উচ্চক্ষমতা সম্পন্ন দল বাংলাদেশ আসছে। বন্ধুরাষ্ট্রগুলি যে আমাদের যে বড় সাহায্য করছে সেটাই নয়। বিনিয়োগকারীদের সঙ্গে আমরা আলোচনা করছি। রাষ্ট্রসংঘের মজলিসে আমরা প্রশংসিত।’
ইউনুস বলেন, ‘নেপাল, মলদ্বীপ, পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সঙ্গে আ🦩মার বৈঠক হয়েছে। যেখানে আমি সার্ককে পুনর🌠ুজ্জীবিত করতে বলেছি। ’
‘দিল্লি থেকে এত সংখ্য়ক রাষ্ট্রদূত এর আগে কোনও দিন আসেনি। দিল্লি থেকে একসঙ্গে ২০জন রাষ্ট্রদূতসহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করতে আগামী কয়েকদিনের মধ্যে আসছেন।’ জানিয়েেন ইউন෴ুস।
তিনি বলেন,' প্রবাসী বাংলাদেশীদের ൲বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি।'