ꦐ কখনও রাতুল তো কখনও চয়ন হয়ে দর্শকদের মনে রাজত্ব করেছেন উদয় প্রতাপ সিং। দীর্ঘদিন ধরেই মুখ্য চরিত্রে অভিনেতাকে দেখতে চাইছিল তাঁর ভক্তরা। জি বাংলার নতুন মেগা ‘পরিণীতা’র হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে। লিড হিসাবে কেরিয়ার শুরুর পর দীর্ঘদিন পার্শ্ব চরিত্রে অভিনয়, তবুও হাল ছাড়েননি উদয়। নিজের নতুন মেগা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি নায়ক।
অনেকদিন পর মুখ্য চরিত্রে, দায়িত্ব বেড়ে গেল?
উদয়:ꦫ এটা আমার কাছে একটা বড় সম্মান। আমি মুখ্য চরিত্রেই অভিনয় জীবন শুরু করেছিলাম, তারপর দীর্ঘদিন অনেক পার্শ্ব চরিত্র করলাম। এখন চ্যানেল আমার ভেবেছে, যে আমাকেও মুখ্য চরিত্রে কাস্ট করা যায়। আমি কৃতজ্ঞ তাদের কাছে, দায়িত্ব অনেক বেড়ে গেল। খুব এনজয় করছি এই নতুন দায়িত্ব, আশা করছি সব ভালো হবে।
রায়ানের চরিত্রটা কীভাবে দেখছো? কতটা পরিশ্রম করতে হল?
উদয়:🌳 বাংলা টেলিভিশনে তো খুব বেশি কলেজের গল্প দেখানো হয় না। থাকলেও খুব অল্প সময়ের জন্য। কিন্তু আমাদের গল্পে (পরিণীতা) কলেজ একটা বড় অংশ জুড়ে থাকবে। আমাকে যাতে কলেজ স্টুডেন্টের মতো দেখায়, তার জন্য ১০ কেজি ওজন ঝরাতে হয়েছে। যাতে আরেকটু ইয়াং দেখায়, এক মাসের মধ্যে আমাকে এই ওজন কমাতে হয়েছিল। আর অবশ্যই পরিণীতার সুবাদে ফের কলেজের দিনে ফিরলাম।
একটা কথা বলি…
নিশ্চয়…
উদয়: ༺যদিও বাস্তবের কলেজ লাইফ কিন্তু এমন হয় না। এটা হল সেই করণ জোহরের ছবিতে দেখা ঝাঁ চকচকে কলেজ। যেখানে স্টুডেন্টরা দামী গাড়ি, স্পোর্টস বাইক নিয়ে কলেজে আসে, সেখানে নাচা-গানা হয়। ছোটবেলায় বলিউড ছবিতে কলেজ জীবন দেখে ভাবতাম কলেজ বোধহয় এতটাই রঙিন হয়। বাস্তবে সেটা পাইনি (জয়পুরিয়া কলেজের ছাত্র ছিলেন উদয়) তবে অভিনেতা হয়ে সেই কলেজ জীবনটা বাঁচছি'।
এখানে তো একদিকে কলেজ জীবন, আরেক দিকে ন্যাড়াগোয়ালের পারুলের সঙ্গে দাম্পত্য। দুটো দিক কীভাবে উঠে আসবে?
উদয়: 🐎কলেজে রায়ান একদম অন্যরকম একটা পার্সোনালিটি, বাড়িতে অন্যরকম। কলেজ আর ফ্যামিলির ব্লেন্ডটা আশা করছি দর্শক ভালোবাসবে। কলেজে আমি দেখাই না আমি বিবাহিত, অথচ বাড়িতে আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছে।
নিম ফুলের মধুর মতো সুপারহিট মেগার জাগয়া নিয়েছে পরিণীতা। তুমি নিজেও সেই মেগার অংশ ছিলে, কতটা বাড়তি চাপ রয়েছে?
উদয়: ✃অবশ্যই বিরাট চাপ। নিম ফুল গত ২ বছর ধরে একটা বেঞ্চমার্ক সেট করেছে। ওই ধরণের একটা শো-কে রিপ্লেস করাটা খুবই প্রেসারের কাজ। কারণ নিম ফুলের মধু আজও বেঙ্গলের অন্যতম টপ শো। শুরুতে যে একটু নেতিবাচক প্রতিক্রিয়া আসবে, নিম ফুল ভক্তরা একটু মনোক্ষুন্ন হবে সেটাই স্বাভাবিক। তবে দর্শক আমাদের গল্পও পছন্দ করবে, আমাদের জুটিটাও পছন্দ করবে সেটা আমার বিশ্বাস।
আজকাল টিআরপি এদিক-ওদিক হলেও দু-তিন মাসে সিরিয়াল বন্ধ হচ্ছে। অভিনেতা হিসাবে কতটা নিরাপত্তাহীনতা কাজ করে?
উদয়: ♑সব কিছু তো অভিনেতার হাতে থাকে না। শো তিন মাস চলবে না তিন বছর চলবে সেটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটা শো সফল হওয়ার জন্য পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। নিজের উপর অযথা প্রেসার বাড়াতে চাই না। অভিনেতা হিসাবে নিজে যাতে সৎভাবে কাজ করতে পারি, ১০০ শতাংশ দিই সেটাই আমার লক্ষ্য। নিজের উপর চাপ বাড়িয়ে লাভ নেই। বাকিটা ভগবানের হাতে, দর্শকদের হাতে।
সহ-অভিনেত্রী ঈশানিকে নিয়ে কী বলবেন, ওর তো প্রথম মেগা সিরিয়াল এটা।
উদয়:🌱 খুব ভালো কাজ করছে। মেয়েটা খুব পরিশ্রমী। ওকে একটা নির্দিষ্ট ডায়লেক্টে কথা বলতে হচ্ছে। সেটা ওর ভাষা নয়, তবে ওহ চেষ্টা করছে। কাজের প্রতি সৎ, একটা জিনিস বারবার বললেও কোনও রাগ নেই। শেখার ইচ্ছে রয়েছে, সেটাই বড় ব্যাপার। সিরিয়াল তো মূলত নায়িকাকেন্দ্রিক হয়। নায়িকা ভালো হলে শো ভালো হবে সেটাই স্বাভাবিক।
আপনার স্ত্রীও তো এখন জি বাংলায় কাজ করছেন, অনামিকার কী প্রতিক্রিয়া পরিণীতা নিয়ে?
উদয়:🌺 অনামিকা ভীষণ খুশি। ওহ আমাকে অনেক বলেছে যে কেন আমি লিড চরিত্রে চেষ্টা করছি না। আমি বলতাম, যা আসবে দেখা যাবে। যখন যা ঘটার সেটা ঘটবে, তবে অনামিকা সবসময় বলত আমার লিড চরিত্রের জন্য চেষ্টা করা উচিত। এখন ও খুব খুশি, ভীষণ হ্যাপি। এখন বলছে- দেখ আমি বলেছিলাম তুমি পারবে। পার্টনার হিসাবে তো সবাই সেটাই চাইবে।
নিম ফুল পরিবার তো দারুণ খুশি, কী বলছে রুবেলরা?
উদয়:🐲 আমার সব সহকর্মী প্রকৃত অর্থে আমার জন্য খুশি। সেটা আমার জন্য আনন্দের। রুবেলও আমাকে বলছে, তোমার ল্যাদ খাওয়ার দিন গেল, এবার মেশিনের মতো কাজ করতে হবে। নিম ফুলের সময় আমি ল্যাদ খেতাম, শটের ফাঁকে ঘুমিয়ে পড়তাম। সত্যি বলতে নিম ফুলের মধু চালানোর ভার আমার উপর ছিল না।
আপনার ‘ভাই’ আদৃতও তো ফিরছে এই মাসেই, দুজনের কী কথা হল?
উদয়:⛎ এটা সত্যি আমি ভাবিনি, যে আদৃতের সঙ্গে একইসঙ্গে আমরা লিড হিসাবে কাজ করব দুটো পৃথক শো-তে। অলমস্ট আমরা ব্যাক টু ব্যাক ফিরছে। ও আমাকে বলছে তোর শো বেঙ্গল টপার হবে। ও যে এটা বলেছে সেটাই আমার কাছে বড় পাওনা। ও ফিরছে মিত্তির বাড়ি নিয়ে, আদৃত আমার খুব কাছের বন্ধু। আমি আশা করছি এটারও ক্রেজ মিঠাইয়ের মতোই হবে। ও খুব সফল হবে।