শেয়ার বাজারে বিপুল টাকা খুইয়ে শেষমেশ সোনার দোকান লুটের ছক কষে দুই নার্স তথ স্বাস্থ্যকর্মীর। মুকুন্দপুরে সোনার দোকানে ডাকাতিকাণ্ডে নয়া মোড়। এদিন মুকুন্দপুরে সো🌳নার দোকা♏নে ডাকাতির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করে পুলিশ যা জানতে পেরেছে, তাতে পুলিশের চক্ষু চড়কগাছ!
জানা গিয়েছে, শহরের এক নামি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন দুই অভিযুক্ত। তারা সদ্য রাজ্যে ঘটে যাওয়া একাধিক সোনার দোকানে লুটের কায়দায় এদিন মুকুন্দপুরের সোনার দোকান লুট করতে উদ্যত হয়। এ﷽দিন সকাল সাড়ে ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন সকালে সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে পড়ে দুই দুষ্কৃতী। ডাকাতির চেষ্টা চালাতেই তাদের বাধা দেন দোকানের মালিক। তাঁকে টার্গেট করে গলায় বসানো হয়েছে কোপ। এরপরই অসুস্থ হয়ে পড়েন মালিক। তিনি হাসপাতালে ভর্তি। এদিকে, দোকানে চিৎকার চেঁচামিচিতে স্থানীয়রা জড়ো হন। তাঁরাই ধরে ফেলেন দুই দুষ্কৃতীকে। এরপর দুষ্কৃতীদের ধরপাকড় করা হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের এরপরই জিজ্ঞাসাবাদ করে চমকে ওঠে পুলিশ।
পুলিশি জেরার🐷 মুখে ধৃতরা জানিয়েছে, তারা কলকাতার নামি এক বেসরকারি হাসপাতালে কর্মরত। তারা বহু টাকা লাগিয়েছিলেন শেয়ার বাজারে। সেখানে সমস্ত টাকা খুইয়ে তারা এমন অপরাধের পথে নেমে পড়ে। তাঁরা ছক কষেই সোনার দোকানে ক্রেতা সেজে তা লুট করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় দীপঙ্কর পাল ও সাগর নামের দুই ব্যক্তির নাম উঠে আসছে। তারা ঘটনার আগেও ওই সোনার দোকানে গিয়েছিল বলে খবর। ১২ গ্রাম ও ৩ গ্রামের দু’টি সোনার চেন দেখে তারা সেই দিন। যার বর্তমান বাজার মূল্য ১.৪ লক্ষ টাকা। আজ আক্রমণ করা আগে সেই দুটি চেন দেখার জন্য বলে অভিযুক্তরা। তারপরই হামলা।