মহারাষ্ট্রে বিশাল বড় জয় পেয়ে সরকার গঠনের পথে বিজেপি। এই আবহে গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরে এসে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই ওয়াকফ নিয়ে বড় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে মোদী অভিযোগ করেন, 'জাতিভেদ এবং বিভাজনের বিষ ছড়ানো হচ্ছে।' তিনি বলেন, 'সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস।' ওয়াকফ আইনকে 'কংগ্রেসের তোষণের রাজনীতির উদাহরণ' হিসাবে আখ্যা দেন মোদী। (আরও পড়ুন: আশায় বুক বেঁধে থাকা সরকারি 🌟কর্মীরা খেলেন জোর ধাক্কা, প্রকাশ্যে নয়া আপডেট)
আরও পড়ুন: সুকান্তকে 'পার্টটাইম সভাপতি' আখ্যা, তথাগত বললেন, '…মমতা চিরকাল শাসন করবেন𝄹'
আরও পড়ুন: আমাদের কোনও পোর্টফোলিও সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই: আಞদানি গ্রুপের CFO
মোদী গতকাল বলেন, 'সত্যিকারের ধর্মনিরপেক্ষতাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। সংবিধানে ওয়াকফ আইনের কোনও স্থান নেই।' এর আগে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে মোদী বারবার 'এক হ্যাঁ তো সেফ হ্যাঁ' (ঐক্যবদ্ধ থাকলে নিরাপদ থাকব) স্লোগান তুলেছিলেন। গতকাল নিজের ভাষণেও সেই একই স্লোগান তোলেন মোদী। তিনি বলেন, 'হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনের সবচেয়ে বড় মহামন্ত্র ছিল - এক হ্যাঁ তো সেফ হ্যাঁ'। মোদী বলেন, 'কংগ্রেসের পক্ষে এককভাবে ক্ষমতা লাভ করা আরও কঠিন হয়ে পড়ছে।' তাঁর কথায়, 'কংগ্রেস ও তার সহযোগীরা মিথ্যা ও হুমকি দিয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল।' (আরও পড়ুন: তৈরি হবে গভীর নিম্নচাপ💟, বাংলার কোন⛦ জেলায় হবে বৃষ্টি? জানুন আবহাওয়ার পূর্বাভাস)
আরও পড়ুন: মিটবে বকেয়া ডিএ-র 'জ্বালা', শীঘ্রই ১৮৬% 'লাভ' হবে ꦿসরকারি কর্মীদের?
নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেসের অগ্রাধিকার শুধুমাত্র একটি পরিবার। সেই রাজপরিবার এখন জাতপাতের বিষবাষ্প ছড়াচ্ছে। এই একটি পরিবারের ক্ষমতার খিদে এতটাই যে তারা গোটা পার্টিটাই খেয়ে নিয়েছে। কংগ্রেসের মধ্যে কর্মহীনতার আগুন জ্বলে উঠছে কারণ কংগ্রেসের অনেক নেতাই 💯আর দলের মূল্যবোধের সাথে নিজেদের যুক্ไত কতে পারেন না।' মহারাষ্ট্রের বিজয় নিয়ে তিনি বলেন, 'জনতা আমাদের সুশাসনের উপর বিশ্বাস করেছেন। আমি মহারাষ্ট্রের জনতা বিশেষ অভিনন্দন জানাচ্ছি। মহারাষ্ট্রে সুশাসনের এবং বিকাশের জয় হয়েছে। অস্থিরতা তৈরির চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহারাষ্ট্রের মানুষ সুযোগ পেয়েই তার জবাব দিয়েছে। মহারাষ্ট্র জনাদেশ বিকশিত ভারতের অন্যতম মাধ্যম হবে। এক হ্যাঁ তো সেফ হ্যাঁ। যারা জাতি, ভাষা নিয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছিল, তাদের জন্য এই ফল একটি বড় শিক্ষা। মহারাষ্ট্রে এনডিএ জিতেছে কারণ আমরা উন্নয়নকে সঙ্গে নিয়ে চলেছি। ছত্রপতি শিবাজী মহারাজ আমাদের অনুপ্রেরণা। নেতিবাচক রাজনীতির পরাজয় হয়েছে।'