বাংলা নিউজ > ক্রিকেট > KKR's Target in IPL 2025 Auction: সল্টকে নিয়ে শাঁখের করাতে, টার্গেটে ভারতীয় পেসার, নিলামে KKR ব্যাক-আপ কী হবে?

KKR's Target in IPL 2025 Auction: সল্টকে নিয়ে শাঁখের করাতে, টার্গেটে ভারতীয় পেসার, নিলামে KKR ব্যাক-আপ কী হবে?

গতবার কেকেআরের স্কোয়াডের পুনর্মিলন হবে এরকমভাবে? উত্তর মিলতে পারে আজ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আইপিএলের মেগা নিলামের আগে শাঁখের করাতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারইমধ্যে নিজেদের পুরনো স্কোয়াডকে যতটা এক রাখা যায়, সেই চেষ্টা করবে নাইট ব্রিগেড। নিলামে কাদের জন্য ঝাঁপাতে পারে কেকেআর? ব্যাক-আপ কারা হতে পারেন?

স্বপ্ন অনেক বড়। কিন্তু হাতে পড়ে মাত্র ৫১ কোটি টাকা। সেই পরিস্থিতিতে আইপিএলের মেগা নিলাম থেকে কোন কোন খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিত🌼ে পারবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কেকেআর নিশ্চিতভাবে গতবার আইপিএল জেতানো স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে ফিরিতে আনতে চাইবে। কিন্তু একাধিক ফ্র্যাঞ্চাইজির হাতে এত টাকা আছে যে আদৌও সেটা সম্ভব হবে কিনা, তা আগে থেকে হলফ করে বলা সম্ভব নয়। তাও সেইসব বিচার করে কেকেআর কোন ক♛োন খেলোয়াড়দের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে, তাঁদের না পেলে কারা বিকল্প হবেন, সেই তালিকা দেখে নিন।

হাতে ৫১ কোটি টাকা, নেই RTM কার্ড

ছ'জনকেই রিটেন করায় কেকেআরের হাতে কোনও ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) কার্ড নেই, যা দিয়ে পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনা যাবে। হাতে পড়ে আছে মাত্র ৫১ কোটি টাকা। ছয় বিদেশি-সহ ১৯ জনের স্লট ফাঁকা আছে। কেকেআর অবশ্য স্লট পূরণের পিছনে দৌড়ায় না সেভাবে। জোর দেয় নিজেদের প্রয়োজনী🐼য় খেলোয়াড়দের উপরে। 

আর সেটার নিরিখে যে ছয়জনকে রিটেন করেছে কেকেআর, তাঁরা প্রথম একাদশে নিশ্চিতভাবে থাকবেন (চোট-আঘাত বা অন্য কারণ বাদ দিয়ে)। তাঁরা প্রথম একাদশে আছেন ধরে নিলামে কেকেআর কোন কোন জায়গায় খেলোয়াড় নিতেই হবে, সেটা দেখে নিন - (ওপেনার/উইকেটকিপার), সুনীল নারিন, (নম্বর ৩), (নম্বর ৪), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, (ভারতীয় পেসার ও ভারতীয় স্পিনার) এবং (বিদেশি পেসার)

নিখুঁত ‘ডিশের’ জন্য সল্ট চাই KKR-র

আর সেই পরিস্থিতিতে মেগা নিলামে কেকেআর অন্যতম টার্গেট হলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট। যিনি গত মরশুমে ওপেন করতে নেমে ১২টি ম্যাচে ৪৩৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮২। সেই পরিস্থিতিতে কেকেআর মর𝄹িয়া হয়ে তাঁকে দলে ফেরাতে চাইবে। গতবার যা খেল✤েছেন আর এখন যা ফর্মে আছেন, তাতে সল্টের দর নেহাত কম উঠবে না (বেস প্রাইজ দু'কোটি টাকা)। 

তবে কেকেআরের জন্য একটাই ভালো ব্যাপার যে মেগা নিলামে সল্টের নামဣ ৩১ নম্বরে উঠবে। তাঁর আগে একাধিক তারকা আসবেন। কয়েকজনকে নিতে তো একাধিক ফ্র্যাঞ্চাইজি টাকার ফোয়ারা ছোটাতে পার⛦ে। সেক্ষেত্রে সল্টের নাম যখন আসবে, তখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির হাতেও টাকা কমে যাবে। আর সেটাই কেকেআরের পক্ষে লাভজনক হতে পারে।

আরও পড়ুন: IPL 2025 Mega Auction: মেগা অকশনে কোনও RTMඣ কার্ড থাকছে না KKR এবং RR-এর হাতে, জানুন পুরো নিয়ম

সেট🎀া যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সল্টের আগেই নিলামে এমন কয়েকজনের নাম (মিচেল স্টার্ক বা কোনও বিদেশি পেসার, বেঙ্কটেশ আইয়ার) আছে, যাঁরা কেকেআ🌳রের ‘টার্গেট’ লিস্টে আছেন। ফলে সল্টের নাম ওঠার সময় নাইটদের হাতে কত টাকা থাকবে, সেটাও একটা বড় ব্যাপার। তাছাড়া সব ফ্র্যাঞ্চাইজিই জানে যে কেকেআর সল্টকে নিতে চাইছে। তাই ইচ্ছা করে বিড করে সল্টের দামটা বাড়িয়ে দিতে পারে।

সল্টের বিকল্প হিসেবে কাকে টার্গেট করতে পারে KKR?

কেকেআরের ‘টার্গেটে’ থাকতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (বেস প্রাইজ দু'কোটি ট🧸াকা)। তবে তাঁকে পাওয়া দুষ্কর আছে। সল্টের আগেও তাঁর নাম আছে। তাই কেকেআর অস্ট্রেলিয়ার তরুণের জন্য একটা স্তর পর্যন্ত ঝাঁপাতে পারে। 

বরং সল্ট চলে যাওয়ার পরে প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে যিনি ওপেন করেছিলেন, সেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে নিতে চাইবে💖 কেকেআর। তাঁর নাম ২৯ নম্বর উঠবে। বেস প্রাইজ দু'কোটি টাকা। তাঁকে পেতে বেশি কসরতও করতে হবে না সম্ভবত। আবার ভারতীয় বিকল্প হিসেবে ইশান কিষানকে টার্গেট করতে পারে কেকেআর (বেস প্রাইজ দু'কোটি টাকা)। ঠিক সল্টের আগেই নাম উঠবে ﷽ঝাড়খণ্ডের তারকার।

আইয়ার, অংকৃষ এবং নীতীশ - মিডল অর্ডার

সল্টের মতোই চোখ বন্ধ করে বেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে চাইবে কেকেআর। গত মরশুমে কেকেআরের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেꦜন। ১৩টি ইনিংসে ৩৭০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৭৯। গুরুত্বপূর্ণ সময় চারটি অর্ধশতরান করেছিলেন। প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেকেআরের ‘ঘরের ছেলে’। কিন্তু তাঁকে ফেরানোর কাজটা সহজ নয়। ২১ নম্বরে তাঁর নাম উঠবে। বেস প্রাইস দু'কোটি টাকা। একাধিক ফ্র্যাঞ্চাইজি যে তাঁর জন্য ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

বেঙ্কটেশের পাশাপাশি তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য কেকেআরের নজরে থাকতে পারেন ২০ বছরের অংকৃষ র♏ঘুবংশী। গতবার ২০ লাখ টাকায় নেওয়ার পরে কয়েকটি ম্যাচে তিনে তাঁকে খেলানো হয়েছিল। সাতটি ইনিংসে সার্বিকভাবে স্ট্রাই💯ক রেট ১৫৫-র উপরে ছিল। এবার মেগা নিলামে তাঁর নাম ৪৯ নম্বরে উঠবে। বেস প্রাইস ৩০ লাখ টাকা।

আরও পড়ুন: IPL 2025 Auction: জিও সিন🦹েমার মক অকশনে ঋষভ পন্তের দাম উঠল 𒆙৩৩ কোটি, শ্রেয়সকে দলে ফেরাল KKR

সেইসঙ্গে নীতীশ রানাকে ফেরাতে চাইবে কেকেআর (বেস প্রাইজ ১.৫ কোটি টাকা, ৯৫ নম্বরে নাম উঠবে)। ২০১৮ সাল থেকে লাগাতার প্রতি মরশুমে ৩০০-র বেশি রান করে যাচ্ছেন।🐻 যদিও ২০২৪ সালে সেরকম সুযোগ হয়নি। মাত্র দুটি ইনিংসে ব্যাটিং করেছিলেন। তাও নিজেদের মিডল অর্ডারকে মজবুত করতে তাঁকে ফেরানোর চেষ্টা করবে কেকেআর। 

ক্যাপ্টেন রানা!

আর নীতীশ কেকেআরের ‘লিডারশিপ গ্রুপ’-রও সদস্য ছিলেন। ২০২৩ সালে শ্রেয়স আইয়ার যখꦗন𝓡 চোটের জন্য ছিটকে গিয়েছিলেন, তখন নেতৃত্ব দিয়েছিলেন কেকেআরের। আর এবার কেকেআরের ক্যাপ্টেনও লাগবে। কিন্তু সম্ভাব্য ক্যাপ্টেনদের মধ্যে যে ঋষভ পন্ত, শ্রেয়স, কেএল রাহুলরা আছেন, তাঁদের নাইট ব্রিগেড যে পাবে না, তা মোটামুটি নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে নীতীশকে নিয়ে অধিনায়কত্বের প্রশ্নে ইতি টানতে পারে কেকেআর।

বৈভব অরোরা ও ভারতীয় পেসার

তবে শুধু ব্যাটিং, বোলিংয়েরও ক্ষেত্রে ‘ঘরের ছেলে’-কে ফেরানোর ক্ষেত্রে জোর দিতে পারে কেকোর। আবেশ খ❀ান, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো খেলোয়াড়রা থাকলেও কেকেআর সম্ভবত বৈভব অরোরার জন্য ঝাঁপাবে। তাঁর উপরে কেকেআর ম্যানেজমেন্টের যথেষ্ট আস্থা আছে। বল যখন সুইং করে, তখন কী করতে পারেন, তা ২০২৪ সালে ভালোভাবেই দেখিয়েছেন। ৬৯ নম্বরে তাঁর নাম উঠবে। বেস প্রাইজ ৩০ লাখ টাকা। 

আরও পড়ুন: IPL Auction Talk In ▨BGT: পার্থে আইপিএল নিলামের কথা তুলে স্লেজিং লিয়নের, ২টি শব্দে যোগ্য জবাব ঋষভ পন্তের- ভিডিয়ো

তাছাড়া ভারতীয় পেসার হিসেবে আকাশদীপ (বেস প্রাইজ ১.৫ কোটি টাকা), মুকেশ কুমারদের (দু'কোটি টাকা) টার্গেট করতে পারে কেকেআর। কিন্তু তাঁদের নাম ১০০-র গণ্ডি পেরনোর পরে উঠবে। ফলে হাতে কত টাকা আছে, তার উপরে নির্ভর করবে যে বাংলার দুই পেসারের মধ্যে কেকেআর কারও জন্য ঝাঁপাবে কিনা। আর কেকেআর সম্ভবত শাকিব হুসেনকেও🌳 ফিরিয়ে আনবে। গতবার শাকিব অস্ত্রে শান দিয়েছে কেকেআর। এবার সেটা কাজে লাগাতে চাইবে।

কিন্তু বিদেশি পেসার কে? স্টার্ক নাকি অন্য কেউ?

গতবার মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে কেনার পরে প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে যা খেলেছিলেন মিচেল স্টার্ক, তাতে তাঁকে এবারও রেখে দিতে চাইবে কেকেআর। তবে সেটা পারবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। নিলামে ছয় নম্বরে উঠবে তাঁর নাম। বেস প্রাইজ দু'কোটি টাকা। একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য ঝাঁপাতে পারে। সেক্ষেত্রে কেকেআরকে পিছিয়ে আসতে হবে। আগেরবার যেমন অল-আউট ঝাঁপিয়েছ♌িল, এবার সেটা করতে পারবে না।

সেই পরিস্থিতিতে স্টার্কের বিকল্প 🔯হিসেবে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি (বেস প্রাইস ১.২৫ কোটি টাকা, ১০৫ নম্বরে নাম), ট্রেন্ট বোল্টকে (বেস প্রাইস দু'কোটি টাকা, ৩৪ নম্বরে নাম) ট♍ার্গেট করতে পারে কেকেআর। 

তাছাড়া কাকে কাকে টার্গেট করতে পারে KKR?

১) রাহুল ত্রিপাঠী: তিন নম্বর বা মিডল অর্ডারের ব্যাটিংয়ের জন্য🐈। বেস🉐 প্রাইজ ৭৫ লাখ টাকা।

২) আল্লাহ গজনফর: রহস্য স্পিনার তিনি। গতবার ♌কেকেআরেই ছিলেন। বেস প্রাইস ৭৫ লাখ টাকা।

৩) শেরফান রাদারফোর্ড: গতবার কেকেআরে ছিলেন। ꦦরাসেলের বিকল্প হিসেবে ক্যা❀রিবিয়ান তারকাকে নিতে পারে কেকেআর। বেস প্রাইস ১.৫ কোটি টাকা।

৪) আজ♛মতউল্লাহ ওমরজাই: রাসেলের ব্যাক-আপ হিসেবে তাঁকে নিতে পারে কেকেআর। বেস প্রাইস ১.৫ কোটি টাকা।

৫) সু🃏য়াশ শর্মা: কেকেআরে ছিলেন তিনি। রহস্য স্পিনার। বেস প্রাইস ৩০ লাখ টাকা।

৬) অনামী আনক্যাপড খেলোয়াড় হিসেবে নিলাম থেকে প্রিয়াংশ আর্য (স🌞ৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শনিবারই সেঞ্চুরি করেছেন), যুবরাজ চৌধুরীদের (শনিবারই 🌃শতরান করেছেন) মতো খেলোয়াড়দের নেওয়ার চেষ্টা করতে পারে কেকেআর।

ক্রিকেট খবর

Latest News

সল্টকে নিয়ে শাঁখের করাতে, টার্গেটে ভারতীয় পেসার, নিলামে 🦩📖KKR ব্যাক-আপ কী হবে? তৈরি হবে গভীর নিম্নচাপ, বাংলার কোন জেলায় হবে বৃষ্টি? জানুন আবহাওয়ার পূর🔴্বাভাস SMAT 2024: ৩৫ বলে ৭৪ রান! ဣবাইশ গজে ইতিহাস লিখলেন অলরাউন্ডার হার্দিক𝓰 পান্ডিয়া IND vsღ AUS 1st Test 3rd D🍰ay Live Match: শতরানের কাছে যশস্বী, বড় রানের দিকে ভারত পিসতুতো ভাই আদর জৈনের বাগদানে করিনা-করিশ্মা-রণবীররা! কেমন সাজলেন কাপুরꦍরা আশায় বুক বেঁধে থাকা সরকারি কর্মীরা খেলেন জোর ধাক্কা, প্রকাশ্যে নয়া🉐 আপডেট বোলারদের ব্যর্থতা ঢাকতে🤪 পিচের দিকে আঙুল তুলে অবাক করা অজুহাত দিলেন অজি♐ কোচ মিটবে বকেয়া ডিএ-র 'জ্বালা', শীঘ্রই ১৮৬% '🉐লাভ' হবে সরকারি কর্মীদের? সুকান্তকে 'পার্টটাইম সভাপতি' আখ্যা,💟 তথাগত বললেন, '…মমতা চিরকাল শাসন করবেন🌸' মোহনবাগানের সমর্থকেরা ইতিহাস গড়লেন! যুবভারত♛ী দেখল এশিয়া🤡র সবচেয়ে বড় টিফো

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রি🍎কেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ♏ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্𝔉রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেౠ꧋শি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খ⭕েলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা ꧋রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি🐬 অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্🦄যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুর🙈স্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বꦉকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্র꧅থমবার অস্ౠট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিমাকে দেখতে🐎 পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, 🌸তারুণ্যের জয়গান মিতালির ভিল🌜েন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ থে𝐆কে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.