জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবের কৃপায় তাঁর প্রিয় রাশিগুলি একাধিক দিক থেকে সুখ ভোগ করে থাকে। জ্যোতিষশাস্ত্রমতে যখন কোনও জাতক জাতিকার কোষ্ঠীতে সূর্যদেব ভালো জায়গায় অবস্থান করেন, তখন তাঁর ভাগ্যে উন্নতির রাস্তা ফুল🎃েফেঁপে ওঠে। ১২ রাশির মধ্যে বেশ কিছু রাশি সূর্যদেবের প্রিয় রাশি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি সূর্যদেবের প্রিয়। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন সূর্যদেবের কৃপায়।
সদ্য সূর্যের গোচরে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শ꧂ুরু করেছেন। তারফলে অনেকেই সৌভাগ্যের দিশা দেখেছেন। এদিকে, বেশ কিছু রাশির জাতক জাতিকারা এমন রয়েছেন যাঁরা সূর্যদেবের কৃপায় সৌভাগ্যের সন্ধান পান। সূর্যদেবের কৃপাধন্য রাশিগুলি কী?
মেষ
মেষ রাশির জাতক জাতিকাদের ওপর সূর্যদেবের কৃপা সর্বদা থাকে। তারফলে এই রাশির জাতক জাতিকরা লাভের মুখ দেখেন।এঁরা তাই সাহসী, উদ্দমী, আত্মবিশ্বাসী হন। সর্বদাই পরিশ্রমীদের আগে রাখেন সূর্যদেব। আর তাই মেষ রাশির জাতক জাতিকারা 𒈔লাভ পান। ফলে মেষ রাশির জাতক জাতিকারা সাফল্য পান।
সিংহ
সিংহ রাশি হল সূর্যদেবের আপন রাশি। এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার প্রভূত ক্ষমতা থাকে। এঁরা আত্মবিশ্বাস আর সাহসে পরিপূর্ণ থাকে। এঁদের প্রচেষ্টা আর পরিশ্রমে সূর্যদেব সর্বদা সন্তুষ্ট থাকেন, আর সাফল্য এনে দেন। এঁদের আর্থিক কষ্ট সেভাবে যন্ত্রণা দিত🍷ে পারে না। এঁরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।
ধনু
ধনু রশির জাতক জাতিকারা স🐼ূর্যদেবের অত্যন্ত প্রিয়। ধনু রাশির স্বামী বৃহস্পতি, যা সূর্যদেবের গুরু হিসাবে পরিচিত।꧂ এঁদের জ্ঞান, বিবেক বৃদ্ধিতে সূর্যদেবের কৃপা থাকে। এঁরা শিক্ষা, ন্যায়ের দিক থেকে বিপুল সাফল্য পায়। এঁদের কাজের প্রতি একনিষ্ঠভাব এঁদের ধন, সম্পত্তি এনে দেয়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই ক🥀রেনি হিন্দুস্তানꦬ টাইমস বাংলা।)