কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্যা ফেয়ারি টেল’। এই তথ্যচিত্রে ধনুশ প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’ - এর একটি ছোট্ট অংশ ব্যবহার করা হয়েছে। আর এখানেই শুরু হয়েছে বিপত্তি। ধনুশের এই সিনেমাটি তথ্যচিত্রে ব্যবহার করার অপরাধে ১০ কো𒉰টি টাকার আইনি নোটিশ নয়ন তারাকে পাঠিয়েছেন অভিনেতা।
ধনুশের দাবি অনু𒉰যায়ী, নয়নতারা তাঁর অনুমতি না নিয়েই এই সিনেমাটির ক্লিপিং ব্যবহার করেছেন। যদিও ওই সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা নিজেই। তবে বিনা অনুমতিতে ওই সিনেমার ক্লিপিং ব্যবহার করার অপরাধে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান অভিনেতা।
(আরও পড়ুন: ঘুমের দেশে বিশিষ্ট সরোদ শ🦄িল্পী আশিস খান, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫, শোকজ্ঞাপন কলকাতার শিল্পীদের)
আইনি নোটিশ পাওয়ার পরেই রবিবার একটি খোলা চিঠিতে ধনুশের উদ্দেশ্যে নয়নতারা লেখেন, ‘আপনি নিজেকে যত♒টা মহান দেখান ততটা একেবারেই নন। ছবি প্রচারের সময় আপনি নিজের আসল রূপ লুকিয়ে রাখেন। আপনি নিজেকে সহজ সরল অনুরাগীদের সামনে যেভাবে তুলে ধরেন, আদতে আপনি একেবারেই তেমন নন। এই আইনি বার্তা তারই প্রমাণ।’
(আরও পড়ুন: মহারাষ্ট্রের ন💫ির্বাচনী প্রচার ছেড়ে অসুস্থতার কারণে মুম্বই ফিরলেন🌼 গোবিন্দা, বুলেটের ক্ষত এখনও সারেনি? কী হয়েছে?)
নয়নতারার এই পোস্টে রীতিমত সাপোর্ট করেছেন ধনুশের ৬ মহিলা কো-স্টার। নয়নতারার পোস্ট রিপোর্ট করেছেন ধনুশের সহ অভিনেত্রী পার্বতী থিরুভোথু। অনুপমা পরমেশ্বর, যিনি ২০১৬ সালে ধনুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন, তিনিও নয়ন তারার এই পোস্টে লাইক দিয়েছেন। এছাড়া কমল হাসানের কন্যা শ্রুতি হাসান, ঐশ্বর্য লক্ষী, নাজারিয়া ফাহেদ, গৌরি জি কিষানও নয়নতারার পোস্টে ༒লাইক দিয়েছেন এবং অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন।