জর্জ হ্যারিসন থেকে শুরু করে এরিক ক্ল্যাপ্টনদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, বিশ𒊎্বজুড়ে সরোদে♋র সুর ছড়িয়ে দিয়েছেন, সেই আশিস খান এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবার।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বিশিষ্ট সরোদ শিল্পী। তাঁর ভাই আলম খান এই কথা সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পোস্টে তুলে ধরেছেন। তিনি তাঁর পোস্টে লেখেন, ' আমার বড় দাদা, সরোদ বাদক এবং মৈহার ঘরান🐷ার খলিফা উস্তাদ আশিস খান চলে গেলেন। তাঁর মৃত্যুর সময় তাঁর পরিবার, বন্ধু এবং ছাত্ররা তাঁর পাশে ছিলেন।' তিনি আরও লেখেন, 'আশিস দা একজন দুর্দান্ত সরোদ শিল্পী এবং কম্পোজার ছিলেন। একাধিক♌ শিল্পীদের তিনি অনুপ্রেরণা জুগিয়েছিলেন। ওঁকে খুব মিস করব আমরা।'
আশিস খান সম্পর্কে
১৯৩৯ সালে মধ্য প্রদেশের মৈহারে জন্মগ্রহণ করেছিলেন আশিস খান। তিনি তাঁর দাদু উস্তাদ আলাউদ্দিন খান অর্থাৎ যিনি সেনিয়া মৈহার ঘরানা তৈরি করেছিলেন তাঁর থেকে সঙ্গীত শিক্ষা লাভ করেন। ১৯৮৯ সালে পন্ডিত রবি শঙ্কর, পান্নালাল ঘো🤪ষের সঙ্গে তাঁর নামও অল ইন্ডিয়া রেডিয়োর বাদ্য বৃন্দে যুক্ত হয়। সত্যজিৎ রায়ের অপুর সংসার, পরশ পাথর, জলসাঘর, ইত্যাদি ছবির জন্য কাজ করেছিলেন।
এদিন তাঁর মৃত্যুর খবর জানার পর সঙ্গীত নাটক এ🐽কাডেমির তরফে শোক প্রকাশ করা হয়েছে। পন্ডিত বিক্রম ঘোষ তাঁর স্মৃতির উদ্দেশ্যে বলেন, 'আমাদের অন স্টেজে দারুণ কেমিস্ট্রি ছিল। ওঁর মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতির সমান।' আরেক জনপ্রিয় 💃শিল্পী পন্ডিত তন্ময় বসু বলেন, 'উনি কেবল একজন দারুণ শিল্পী ছিলেন না। দুর্ধর্ষ রান্নাও করতে পারতেন তিনি।' শোক প্রকাশ করেছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদারও।
আরও পড়ুন: 'একসঙ্গে আমর♕া...' বিপ্লবের সঙ্গী! স্ত্রী নম্রতার জন্মদিনে আদুরে প♉োস্ট কিঞ্জলের, কীসের আবদার করলেন?