মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারের𒁃 জন্য ছিলেন জলগাঁও। সেখানকার মুক্তাইনগর, বডওয়াড, পাচোরা, ইত্যাদি জায়গায় প্রচার করার কথা ছিল গোবিন্দার। কিন্তু মাঝপথে সেসব ছেড়ে তিনি মুম্বই ফিরে এলেন। জানিয়েছেন তিনি অসুস্থ, সেই কারণেই।
আরও পড়ুন: ঘুমের দেশে ✤বিশিষ্ট সরোদ শিল্পী আশিস খান, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫, শোকজ্ঞাপন কলকাতার শিল্পীদের
কী জানা গিয়েছে?
পিটিআইয়ের তরফে জানানো হয়েছে ২০ নভেম্বর মহায়ুতির নির্বাচনের আগে সেখানকার প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন তিনি। জলগাঁওতে প্রচার করছিলেন। সেখান থেকেই সꦺোজা তিনি মুম্বই ফিরে আসেন। জানান তিনি অসুস্থবোধ করছেন। যদিও এদিন পথ সভার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে জনগণকে অনুরোধ করেন বিজেপি, শিবসেনা এবং এনসিপির প্রার্থীদের ভোট দেন। প্রসঙ্গত গোবিন্দা এর আগে কংগ্রেসকে সমর্থন করতেন। এমনকি সেই দল থেকে নির্বাচনে জিতে সাংসদ পর্যন্ত হয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি একনাথ শিন্ডের শিবসেনা দলে যোগ দেন।
গোবিন্দার দুর্ঘটনা
গত মাসে অর্থাৎ অক্টোবর মাসে আচমকাই বাড়িতে গুলিবিদ্ধ হন অভিনেতা। কলকাতা আসার আগে ভোরবেলা তাঁর লাইসেন্স যুক্ত রিভলবার পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে যায়। পা থেকে ফিনকি দিয়ে বেরোতে থাকে রক্ত। ১ অক্টোবর এই দুর্ঘটনা ঘটার পরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্ꦗতি করানো হয়। বের করা গুলি। সেই থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু এদিন আচমকাই পথ সভা চলাকালীন অসুস্থ বোধ করলে সেখান থেকে প্রচার ছেড়ে সোজা মুম্বই ফিরে আসেন।
আরও পড়ুন:একসঙ্গে আমরা...' বিপ্লবের সঙ্গী! স্ত্রী নম্রতার জন্মদিনে আদুরে পোস্টꦏ কিঞ্জলের, কীসের আবদার করলেন?