প্রায় সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভরতি করা হল এসএসকেএমের এক জুনিয়র ডাক্তারকে। সূত্রের খবর, রবিবার এসএসকেএম হাসপাতালের হস্টেল থেকে স্নায়ুরোগ বিভাগের ওই হাউস স্টাফকে উদ্ধার করা হয়। সেইসময় কার্যত সংজ্ঞাহীন ছিলেন। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের সিসিইউতে নিয়ে যাওয়া হয়। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনও বিপদ পুরোপুরি কাটেনি। সেজন্য তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন এসএসকেএমের চিকিৎসকরা। কিন্তু কীভাবে ওই জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট হয়নি। ধন্দে আছেন অন্যান্য জুনিয়র ডাক্তাররাও। তাঁরা জানিয়েছেন যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের💙 ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময় প্রতিবাদে সামিল হতেন।
১১ নভেম্বর থেকে শুরু হয়েছে RG করের বিচারপ্রক্রিয়া
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়🌟। তারপর ৭ অক্টোবর কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে ৪ নভেম্বর শিয়ালদা আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন ক✨রা হয়। আর ১১ নভেম্বর থেকে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলায় চলবে RG কর মামলার শুনানি
তারইমধ্যে স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্ট যে মামলা চলছিল, সেটিরও শুনানি চলছে। সেই মামলার শুনানিতে পশ্চিমবঙ্গ থেকে আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া সরাতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানির সময় এক আইনজীবী আর্জি জানান যে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও বিচারপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হোক। সেই আর্জি খারিজ করে দেয় ভারতের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি স্পষ্টভাষায় বলেন, ‘হ্যাঁ, আমরা মণিপুরের মতো ঘটনায় এরকম করেছি। কিন্তু এই মামলায় আমরা এরকম কিছু করব ন🦄া। মামলার কোনও স্থানান্তর হবে না।’
আরও পড়ুন: Partha and Arpita: ‘এখানে কার্তিক ফেলবেꦡন না, সবাই জেলে’, ‘অপা’-র বাড়ির সামনে ব্যানার? কী বিষয়টা?
সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা সিবিআইয়ের
তারইমধ্যে সুপ্রিম কোর্টে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সে﷽ই রিপোর্ট দেখার পরে ভারতের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির (বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র) ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গত ৫ নভেম্বর ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
CBI-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ
তাতে সিবিআই জানায় যে গত ৪ নভেম্বর আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ꧙বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সেই পরিস্থিতিতে চার সপ্তাহের মধ্যে সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদ♛ালত।