ভারতীয় ফুটবল দলের খারাপ সময় যেন শেষই হতে চাইছে না। এখনও পর্যন্ত নতুন কোচ ম্যানোলো মার্কোয়েজের কোচিংয়ে জয় অধরা ভারতের। আজ তাঁদের ম্যাচ ছিল মালেশিয়ার সঙ্গে। প্রীতি ম্যাচে অন্তত ভার🗹ত ভালো ফুটবল খেলবে এই আশায় ছিলেন দর্শকরা। কিন্তু আবারও হতাশ করলেন আনোয়ার ব্র্যান্ডনরা। শেষই ড্র দিয়েই শেষ করতে হল এই ম্যাচ।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশী🥀লনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাꦦজেগোবরে অবস্থা সরফরাজের!
খেলার শু💦রু থেকেই বল নিজেদের দখলে রাখার চেষ্টায় ছিল দুই দলের ফুটবলাররা। বিশেষ করে মালেশিয়া দলের খেলোয়াড়রা বেশি করে ডিফেন্সেই বল নিয়ে ঘোরাফেরা করছিলেন। ৯ মিনিটের মধ্যেই আপুইয়া এবং সুরেশ সুযোগ নষ্ট করেন। সামনের দিকে ফারুখ চৌধুরী আর ইরফান বেশ ভালোই চাপ রাখছিলেন মালেশিয়ার ডিফেন্ডারদের ওপরে।
গোলরক্ষক গুরপ্রীতের ভুলেই গোল হজ♈ဣম করে মালেশিয়ার বিপক্ষে ভারত। ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক এগিয়ে এসেছেন দেখে মালেশিয়ার ডিফেন্ডাররা সরাসরি ভারতের ফাঁকা গোলে শট নেন। নির্ধারিত সময়ের মধ্যে আর পৌঁছাতে পারেননি গুরপ্রীত সিং সান্ধু। ফাঁকা গোলেই কার্যত বল ঢুকে যায়। যা দেখা ছাড়া আর কোনও কাজই ছিল না গুরপ্রীতের।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থে♔কে ৪ হলেন…
ম্যাচের ৩৯ মিনিটেই অবশ্য দলকে সমতায় ফেরান রাহুল ভেখে। তিনি ব্র্যান্ডন ফার্নান্দেজের তোলা কর্ণার থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান। কিছুটা স্বস্তি দেন ম্যানোলো মারღ্কোয়েজকে। এরপরই ফারুখ, ব্র্যান্ডন, আনোয়াররা পরপর আক্রমণ করতে থাকেন, ১-১ স্কোরলাইন রেখেই লেমন ব্রেকে যায় ভারত এবং মালেশিয়া।
আরও𝓰 পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, 🧔RCB-র প্রাক্তন তারকার…
৪৯ মিনিটে জোসুয়ার বাড়ানো বল ধরে নেন গুরপ্রীত। এরপর একাধিকবার দুই দলই মাঝমাঠভিত্তিক লড়াই করলেন, কিন্তু ওই টুকুই। এর থেকে বেশি কিছু আর হল না। আর গোলের দেখা পেল না ভারত, গুরপ্রীতের ভুলে প্রথম গোౠলের দেখা পাওয়া হল না ম্যানোলোর। তবে তাঁর দল যে এখনও স্ট্রাইকারের অভাবে ভুগছে সেটাও যেন আরও একবার প্রমাণিত হয়ে গেল। তবে বিশাল কাইথের মতো গোলরক্ষককে বসিয়ে রেখেও গুরপ্রীতকে টানা খেলিয়ে যাওয়ার কোন যুক্তি পাচ্ছে🥀ন না অনেকে।