🐻প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা দুদিনের সফরে এসেছেন কলকাতায়। কলকাতায় তাঁরা ইস্টার্ন কমান্ড ও রাজ্য সরকারের কর্তাদের সঙ্গে আলোচনা করেন। পশ্চিমবঙ্গে যে সমস্ত এক্স সার্ভিসমেন রয়েছেন তাঁদের কল্যাণে কী ধরনের উদ্যোগ নেওয়া যায় সেব্যাপারে তাঁরা কথাবার্তা বলেন।
ಌএক্স সার্ভিসমেন ওয়েলফেয়ার দফতরের সেক্রেটারি নীতেন চন্দ্র, ব্রিগেডিয়ার ডিএস বাসেরা, কেন্দ্রীয় সৈনিক বোর্ডের সেক্রেটারি রবিবার শহরে আসেন।
ꦕলেফটেনান্ট জেনারেল আরসি তিওয়ারি, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ , পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করেন তাঁরা। ব্রিগেডিয়ার রাজীব কাপুর, অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেল ডিরেক্টরেট রিসেটলমেন্ট জোন ইস্টের সঙ্গেও তাঁরা দেখা করেন।
ꦆএকটি বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, নানা কল্যাণমূলক স্কিম, এক্স সার্ভিস মেনদের জন্য ডিজিটাল সার্ভিসের ব্যবস্থা করা, সিএসসির মাধ্যমে নানা সুবিধা প্রদান করা। এক্স সার্ভিসমেনদের কল্যাণের জন্য প্রতিরক্ষামন্ত্রক ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে।
ꦺআধিকারিকরা জানিয়েছেন, একটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলেই অত্যন্ত আশাবাদী পদক্ষেপের কথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের এক্স সার্ভিসমেনদের কল্যাণে যাতে নানা পদক্ষেপ নেওয়া যায় সেব্যাপারে আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ।