আদিবাসী ও পিছি🔜য়ে পড়া উপজাতিদের সার্বিক উন্নতির জন্য় এবার বিশেষ কমিটি তৈরি করলেন বাংলার মুখ্য়মন্ত্রী। সোমবার নবান্নে বৈঠক করেন তিনি। সেখানেই একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। নতুন এই কমিটিতে থাকছেন সন্ধ্যারাণী টুডু, জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা ও বুলুচিক বরাইক। অর্থাৎ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয়ের প্রতিনিধিরাই থাকছেন এই কমিটিতে। মূলত আদিবাসীদের উপর কোনও বঞ্চনা হয়ে থাকলে এই কমিটি পদক্ষেপ নেবে।
মমতা 𒐪জানিয়েছেন, আদিবাসীদের জমি কেউ নিতে পারবে না। মানুষের উন্নয়নের জন্য় কোনও রঙ দেখা হবে না। সকলের জন্য় কাজ হবে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের তুলনায় বাংলার আদিবাসীরা অনেক ভালো আছেন।
সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি আদিবাসীদের জমি যাতেಌ কেউ জোর করে কেড়ে নিতে না পারে সেকারণে তিনি কড়া নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন, ট্রাইবাল ল্যান্ড তাঁদের বাইরে কেউ নিতে পার♎বে না।
এদিকে এই কমিটিতে চার মন্ত্রীকে 🤪রেখেছেন মমতা। কোথা💃ও কোনও আদিবাসী শংসাপত্র না পেলে, তাঁর জমি জোর করে কেড়ে নেওয়া হলে বা এলাকায় কোনও বঞ্চনা হলে এই কমিটি হস্তক্ষেপ করবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালে বিধানসভা ভোট। আদিবাসীরা একাধিক জেলায় বড় ফ্য়াক্টর। সেকারণে আগে ভাগেই বঞ্চনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থ🥂া নিয়ে নিলেন মমতা।
এদিকে এবার লোকসভা ভোটে মোটের উপর ভালো ফল করেছে তৃণমূল। উত্তরไবঙ্গে ধাক্কা খেলেও জঙ্গলমহলে ফের নতুন করে ভালো ফল করতে শুরু করেছে তৃণমূল। আর তারপর সেই জঙ্গলমহল দিয়েই✱ জেলা সফর শুরু করেছিলেন মুখ্য়মন্ত্রী। অগস্টের দ্বিতীয় সপ্তাহে দুদিনের জন্য জঙ্গলমহলে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সেখানে আদিবাসীদের মন জয়ে তিনি নানা কথা বলেছিলেন। এদিকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজেই দাবি করেন যে তিনি একাধিক ভাষা জানেন। তবে বিভিন্ন ভাষাকে তিনি গুরুত্বও দেন। সাঁওতালি, রাজবংশী ভাষার প্রতি বারবার তিনি তাঁর ভালোলাগার কথা প্রꦍকাশ করেছেন।
এর আগে সাঁওতালি ভাষা শেখার কথা জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। সেই সঙ্গেই 🍨তিনি জানিয়েছিলেন , অলচিকি হরফে তাঁর কবিতা লেখার কথা। সেই সঙ্গে কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা আছে বলে তিনি জানিয়েছেন।
গোপীবল্লভপুরে সভা করতে গিয়ে তিনি একবার বলেছিলেন, বাংলা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ধীরে ধীরে সাঁওতালি ভাষাটা শিখে ন🥂েব। আসলে অলচিকিটা একটু শক্ত। আমি অ𒅌বশ্য় কবিতা লিখেছি ওই হরফে। কুড়মালি ভাষাতেও আমার কবিতা আছে।