শুক্রবার থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে প্রকাশ্যে এলো পার্থের পিচের ছবি। যা বিরাটদের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। উইকেটে এতো পরিমান ঘাস রয়েছে যা দেখে বোঝা মুশকিল কোনটা পিচ আর কোনটা আউটফিল্ড। মঙ্গলবার সকালে পিচের ঘাস যাতে শুকিয়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য জল দেওয়া হয়। যেরকম উইকেট তৈরি করা হয়েছে তা যে বো🅰লারদের স্বর্গ রাজ্য হতে চলেছে তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। এই পিচ থেকে পেসাররা বাড়তি বাউন্স এবং গতি পেয়ে থাকবে, পাশাপাশি কিছু সুইংও দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
তবে এটা কোনও অবাক হওয়ার বিষয় নয়, কারণ মূলত দুটি। প্রথমত, এই 𒆙দু’দেশের দীর্ঘ ৮০ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ভারত তাদের সিরিজের প্রথম ম্যাচটি পার্থে খেলছে। বরাবরই কঠিন উইকেটের জন্য পরিচিত এই ভেন্যু। যদিও এর পুরো ক্রেডিটই পুরোনো ওয়াকা স্টেডিয়ামের। নতুন অপটাস স্টেডিয়ামে এর আগে ভারত কোনও ম্যাচ খেলেনি। দ্বিতীয়ত, ৩ বছর আগে ভারতের কাছে টেস্ট সিরিজ হারের বিষয়টি মাথায় রেখে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। সেই থেকেই পিচে বেশি পরিমান ঘাস রাখার ভাবনা, যাতে তাদের পেসাররা বাড়তি সুবিধা পেতে পারে।
তবে এটা ভারতের বিরাট কোহলি, যশস্বী জসওয়ালদের জন্য যেমন চিন্তার, তেমনই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, উসমান খোয়াজাদ🐷ের কপালেও ভাঁজ ফেলবে। অন্যদিকে এই পিচ দেখে খুশি হবেন প্যাট কামিন্স, জসপ্রীত বুমরাহের মতো ভারত-অস্ট্রেলিয়ার পেসাররা। যদি ম্যাচ শুরুর আগে পর্যন্ত ঘাস ছাঁটাই করা না হয় তাহলে দু’দলই যদি ৪ পেসারকে প্রথম একাদশে রেখে দল সাজায় তাহলে অবাক হওয়ার কিছু থাꦑকবে না।
উল্লেখ্য, ভারত বহুদিন পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্ট সিরিজেই ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তবে এবার ছবিটা একটু অন্যরকম। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে ৩-০ ব্যবধানে হেরে এই সিরিজ খেলার জন্য গেছে ভারত। তার উপর সিরিজ শুরুর আগেই বিরাটদের সামনে অপেক্ষা করছে একাধিক সমস্যায়। প্রথমত পার্থ টেস্টে পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। কারণ, সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন তিনি। এছাড়াও পাওয়া যাবে না শুভমন গিলকে। কয়েকদিন আগে প্র্যাকটিসে চোট পে🌳য়েছিলেন তিনি। এই সব কিছুর থেকেও সবচেয়ে চিন্তার বিষয় বিরাট কোহলির ফর্ম। বিগত কয়েক বছর ধরে টেস্ট ক্রিকেটে𝓀 রানের খরা চলছে তাঁর।