পাকিস্তান ক্রিকেট দলের খারাপ সময় যেন কাটতেই চাইছে না। 🤡এমনিতে কোনও কোচই বেশি স্থায়ী হন না । গ্যারি কার্স্টেন ছেড়ে দিয়েছেন। জ্যাসন গিলেসপিকে সে෴ই দায়িত্ব দেওয়ার কদিনের মধ্যেই ফের একবার তাঁকেও সরিয়ে দেওয়া হয়। এরপর আকিব জাভেদকে সাদা বলে অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছিল। সেই তিনিই এবার পছন্দ করে নিলেন নয়া ব্যাটিং কোচকে।
আরও পড়ুন- IPL নিꦫলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন ত🥂ারকার…
ক্রিকেটে তেমন চেনা মুখ না হলেও পাকিস্তান দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছেন শা🐼হিদ আসলাম। বাবর আজমদের ফিল্ডিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। সেই তিনিই এবার যোগ দিচ্ছেন পাকিস্তান দলের ব্যাটিং কোচ হিসেবে। গত দু বছর লাহোরে পাকিস্তানের হাইপারফরমেন্স সেন্টারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে🤪 চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগ🍨োবরে অবস্থা সরফরাজের!
এর আগে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ করা হয় মহম্মদ ইউসুফকে। তিনি জাতীয় নির্বাচকওℱ ছিলেন। পাকিস্তানের হাইপারফরমেন্স সেন্টারেও কাজ করছিলেন। এরই মধ্যে তিনি তিনি হঠাৎই পাকিস্তান ক্রিকেট দল⭕ের ব্যাটিং কোচ এবং নির্বাচক পদ থেকে ইস্তফা দেন তিনি, যদিও সাময়িকভাবে পিসিবি সেই ইস্তফা গ্রহণ করতে চায়নি।
আরও পড়ুন-🤡‘ওকে খেলা অসম্ভব’! টেস্ট সিরিজ শুরুর আগে ট্রাম্প কার্ড বুমরাহকে নিয়ে সতর্ক অজিরা
এরপর আকিব জাভেদের সুপারিশেই ব্ﷺযাটিং কোচ করে আনা হল শাহিদ আসলামকে। সোমবারই আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেছে নিয়েছিল পিসিবি। ইতিমধ্যেই জিম্বাবোয়ে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলার জন্য ♎পাকিস্তান দলে যোগ দিতে দেশ ছেড়েছেন আকিব জাভেদ। জিম্বাবোয়ের সঙ্গে তিনটি ওডিআই এবং সাউথ আফ্রিকার সঙ্গে তিনটি টি২০ খেলবে পাকিস্তান। এরপর ওডিআই সিরিজেও খেলবে পাকিস্তান।
আরও পড়ুন-অদম্য জেদ! বৃষ্টির জন্য মাঝপথেই নেট অনুশীলন থামালেন বাকিরা! কিন্তু নেট ছাড়লেন না কোহ🐟লি…
সম্প্রতি অস্ট্রেল𝔍িয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতলেও টি২০ সিরিজে হতশ্রী পারফরমেন্স করে পাকিস্তান দল। প্রথম টি২০তে ব্যাটাররা করেন ৬৪ রান। দ্বিতীয় টি২০তে পাক ব্যাটাররা করেছিলেন ১৩৪ রান, আর তৃতীয় ম্যাচে তাঁরা করেন ১১৭ রান। এরপরই নয়া কোচ নিযুক্ত হল।