'এখানে কেউ কার্তিক ফেলবেন না, বাড়ির সবাই জেলে আছে' - শান্তিনিকেতনের ফুলডাঙায় 'অপা'-র বাড়ির গেটে এমনই ব্যানার পড়েছে বলে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যে 'অপা'-র বাড়ি নিয়ে বছরদুয়েক আগে খুব হইচই হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিল ‘অপা’-র বাড়ি। তবে ধীরে-ধীরে প্রচারের আলো অনেকটাই কমে গিয়েছিল। এবার অবশ্য ✱কার্তিক পুজোর আগে ‘অপা’-র বাড়ি ফের লাইমলাইটে চলে আসে। ভাইরাল হয়ে যায় সেই ছবিটি। যদিও আদতে শাꦐন্তিনিকেতনে ‘অপা’-র বাড়ির সামনে সেরকম কোনও ব্যানার চোখে পড়েনি। সেইসঙ্গে ছবিটি যেভাবে ব্যানার দেওয়া আছে, সেটা দেখেই মনে হচ্ছিল যে এডিট করে সেটি বসানো হয়েছে।
‘আমার জীবনের দেখা সেরা মিম’, প্রতিক্রিয়া নেটিজেনদের
নেটিজেনদের অনেকেই অবশ্য বুঝে গিয়েছিলেন যে ছবিটি আসল নয়। এডিট করে 🌠বসানো𝓰 হয়েছে। তেমনই একজন বলেন, 'আমার জীবনের দেখা সেরা মিম। হাহাহাহাহা।' অপর একজন বলেন, 'হাসতে হাসতে পেট ফেটে যাবে এবার।' একইসুরে এক নেটিজেন বলেন, ‘হাহাহা!’
যে 'অপা'-র বাড়ির ছবি ভাইরাল হয়ে গিয়েছে, সেটা পার্থ এবং অর্পিতারই ছিল বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালে শান্তিনিকেতনে পার্থ এবং অর্পিতা বাড়ি কিনেছিলেন। সেজন্য ২০ লাখ টাকা খরচ হয়েছিল। ০.১৭ একর জমির উপরে সেই বাগানবাড়িটি তৈরি কর🌊া হয়েছিল বলে দাবি করা হয়েছিল একাধিক রিপোর্টে।
জেলবন্দী পার্থ এবং অর্পিতা
উল্লেখ্য, । স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল অর্পিতাকেও। তারপর থেকে আর জামিন পাননি পার্থ। তাঁর জামিনের মামলা এখনও ঝুলে আছে। অন্য❀দিকে আপাতত জেলে আছেন অর্পিতাও। তাঁর মামলাও আদালতে আছে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির শিরোমণি পার্থই, 🐟অযোগ্যদের চাকরির সুপারিশ করার অভিযোগ তুলল সিবিআই
পার্থের স্বাস্থ্যপরীক্ষা করতে জেলে গিয়েছিলেন চিকিৎসকরা
তারইমধ্যে অক্টোবেরর শেষের দিকে পার্থের স্বাস্থ্যপরীক্ষা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান চিকিৎসকরা। পার্থের আইনজীবী দাবি করেছেন, আ🍰গে ✨থেকেই বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। জেলে থাকার সময় তা আরও বেড়েছে। এমনিতে কারা দফতর সূত্রে খবর, প্রতি মাসেই প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থের স্বাস্থ্যপরীক্ষা করা হয়ে থাকে। পরীক্ষা করেন চিকিৎসকরা। প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।
আরও পড়ুন: ‘আমার মন মেজাজ ভাল নেই’, প্রেসিডেন্সি জেলে꧙ প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদꦫলেন পার্থ