Syed Mushtaq Ali Trophy: ভারতীয় ক্রিকেটের চোখ থাকবে শনিবার থেকে শুরু হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দিকে। কারণ এই টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামির মতো তারকাদের দেখা যাবে। এবারে দাদা ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নামবেন হার্দিক। অন্যদিকꦜে রঞ্জিতে চমক দেখানোর পরে এবার সৈয়দ মুস্তাক আলিতেও সকলকে অবাক করতে চান বাংলার মহম্মদ শামি।
আসলে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট আইপিএল-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। নিলামের ঠিক আগে ব্যতিক্রমী পারফরম্𒁃যান্স টিম ম্যানেজমেন্টকে আরও মুগ্ধ করে। কয়েকটা মরশুম আগে, তামিলনাড়ুর শাহরুখ খান কর্ণাটকের বিরুদ্ধে শেষ বলে ছক্কা মেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শিরোপা জিতিয়েছিলেন, এর ফলে তার দাম বেড়ে গিয়েছিল।
আরও পড়ুন… IPL 2025 Auction: পন্ত থেকে শ্রেয়স, তালিকায় রয়েছেন ♏সল্ট-স্টার্কও! ৬৯ কোটি দিয়ে কাদের কিনবে LSG?
বরোদার হয়ে খেলবেন হার্দিক
হার্দিক পান্ডিয়াকে ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলাম নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ধরে রেখেছে। তবে তার মাঝেও নিজেকে ঝালিয়ে নিতে, হার্দিক পান্ডিয়া বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে নামবেন। আসলে বিসিসিআই-এর নীতি অনুযায়ী শীর্ষ ক্রিকেটাররা যখন ব্যস্ত না থাকে তখন তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তবে এর মাঝেও হার্দিকের লক্ষ্য থাকবে ফর্মে থাকা এবং বরোদাকে জয়ের পথে নিয়ে যাওয়া। এই অবস্থায় দাদা ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নামবেন হার্দিক। তবে তার আগে সোশ্যাল মিডিয়াতে দাদার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে হার্দিক লিখেছেন, ‘ইন্দোরে বরোদা ডিউটির জন্য আমার ভাইকে রিপোর্ট করছি।’ এর থেকেই বোঝা যাচ্ছে 🍎হার্দিক কতটা উত্তেজিত।
আরও পড়ুন… পকেটে ৪১ কোটি 🌺টাকা নিয়ে IPL 2025 নিলাম টেবিলে বসবে ಞRR, দ্রাবিড়দের টার্গেটে রয়েছেন কারা?
কত দিন পরে সৈয়দ মুস্তাক আলি খেলতে নামবেন হার্দিক-
হার্দিক পান্ডিয়া শেষবার সৈয়দ মুস্তাক আ♒লি ট্রফিতে মাঠে নামেন ২০১৬ সালে। জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকেন বলেই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে মাঠে নামা হয় না তাঁর। সেই কারণেই দীর্ঘ ৮ বছর পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। এবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হচ্ছে ২৩ নভেম্বর। বরোদা রয়েছে টুর্নামেন্টের বি-গ্রুপে। গ্রুপ লিগে বরোদার লড়াই গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, সৌরাষ্ট্র, সিকিম ও ত্রিপুরার বিরুদ্ধে।
বাংলার হয়ে খেলবেন মহম্মদ শামি
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে সাত উইকেট নেওয়া মহম্মদ শামি, বাংলার হয𓄧়ে খেলে তার ম্যাচ ফিটনেস প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ায় চলতি বর্ডার-গাভাসকর ট্রফির বাকি ম্যাচগুলোতে দলে জায়গা করে নেওয়ার দিকেই নজর থাকবে তার। এর সঙ্গে, আইপিএল নিলামের দিকেও ফোকাস থাকবে তাঁর, কারণ ৩৪ বছর বয়সি মহম্মদ শামিকে গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে।
পোড়ল ও সুতারের মতো যুবকরা একটি চিহ্ন রেখে যেতে চান
শ্রেয়স আইয়ার (মুম্বই) যিনি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২৪ শিরোনামে নেতৃত্ব দিয়েছিলেন তাঁকেও দেখা যাবে। এছাড়া যুজবেন্দ্র চাহাল (হরিয়ানা) খেলতে নামবেন। তারা আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে আরও প্রভাবিত করতে চাইবেন। এবারও, অনেক তরুণ খেলোয়াড় তাদের পারফরম্যান্সে একটি চিহ্ন রেখে যেতে চাইবেন। যার মধ্যে রয়েছেন বাংলার উইকেটরক্ষক⛦ ব্যাটসম্যান অভিষেক পোড়েল, কর্ণাটকের অভিনব মনোহর, রাজস্থানের মানব সুতার।