Jharkhand Election Result 2024 Live: ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় দুটি দফায় ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ১৩ নভেম্বর ও দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ভোট হয়েছে। বিহার ভেঙে নয়া রাজ্য গঠিত হওয়ার পর এই নিয়ে এটা ষষ্ঠবার বিধানসভা গঠিত হবে। এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৪৩ ও জোটসঙ্গী কংগ্রেস ৩০টি আসনে লড়ছে। এছাড়াও আছে ছোট শরিক আরজেডি ও সিপিআইএমএল। অপরদিকে বিজেপি ৬৮, আজসু ১০ ও অন্যান্যরা বাকি তিনটি আসনে লড়ছে। গতবার জেএমএম তিরিশটি, কংগ্রেস ষোলো ও আরজেডি একটি আসন পেয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। অন্যদিকে বিজেপি পেয়েছিল ২৫টি আসন। এবার অনুপ্রবেশ ও দুর্নীতিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছিল বিজেপি। অন্যদিকে নিজেদের পাঁচ বছরের কাজকে সম্বল করে লড়েছে হেমন্ত সোরেনরা।
Jharkhand Election Result 2024 LIVE: ২০১৯ সালে কে বাজিমাত করেছিলেন?
মহেশপুর থেকে ৩৪,১০৬ ভোটে জিতেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী স্টিফেন মারান্ডি। মাজগাঁও থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী নীরল পুরতির জয়ের ব্যবধান ছিল ৪৭,১৯২। মন্দার থেকে ২৩,১২৭ ভোটে জিতেছিলেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার (প্রজাতান্ত্রিক) প্রার্থী বন্ধু তিরকে। মাণ্ডু থে♑কে ২,০৬২ ভোটে ౠজিতেছিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ ভাই প্যাটেল। মণিকা থেকে কংগ্রেস প্রার্থী রামচন্দ্র সিং জিতেছিলেন ৫৭,৭৬০ ভোটে।