Jharkhand Election Result 2024 Live: ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় দুটি দফায় ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় ১৩ নভেম্বর ও দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ভোট হয়েছে। বিহার ভেঙে নয়া রাজ্য গঠিত হওয়ার পর এই নিয়ে এটা ষষ্ঠবার বিধানসভা গঠিত হবে। এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৪৩ ও জোটসঙ্গী কংগ্রেস ৩০টি আসনে লড়ছে। এছাড়াও আছে ছোট শরিক আরজেডি ও সিপিআইএমএল। অপরদিকে বিজেপি ৬৮, আজসু ১০ ও অন্যান্যরা বাকি তিনটি আসনে লড়ছে। গতবার জেএমএম তিরিশটি, কংগ্রেস ষোলো ও আরজেডি একটি আসন পেয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী হন হেমন্ত সোরেন। অন্যদিকে বিজেপি পেয়েছিল ২৫টি আসন। এবার অনুপ্রবেশ ও দুর্নীতিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছিল বিজেপি। অন্যদিকে নিজেদের পাঁচ বছরের কাজকে সম্বল করে লড়েছে হেমন্ত সোরেনরা।
Jharkhand Election Result 2024 LIVE: ২০১৯ সালে কে বাজিমাত করেছিলেন?
জগনাথপুর কেন্দ্র থেকে ১১,৬০৬ ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী সোনারম সিঙ্কু। জামা থেকে ২,৪২৬ ভোটে জিতেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী সীতা মুর্মু। জামশেদপুর পূর্ব থেকে ১৫,৮🎃৩৩ ভোটে জিতেছিলেন নির্দল প্রার্থী সরয়ূ রায়। জামশেদপুর পশ্চিম থেকে ২২,৫৮৩ ভোটে জিতেছিলেন কংগ্রেসের প্রার্থী বনꦚ্না গুপ্তা। জামতাড়া থেকে ৩৮,৭৪১ ভোটে জিতেছিলেন কংগ্রেসের প্রার্থী ইরফান আনসারি।