ইতিমജধ্যে রাশি পরিবর্তন করে ফেলেছেন বৃহস্পতি। প্রবেশ করেছেন মীন রাশিতে। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। স্বভাবতই বৃহস্পতির রাশি পরিবর্তনের🃏 ফলে কয়েকটি রাশির জাতকরা অধিকা লাভবান হবেন।
কী বলছেন জ্যোতিষীরা?
জ্যোতিষীরা জানিয়েছেন, গত বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টে ৫৭ মিনিটে রাশি পরিবর্তন করেছেন বৃহস্পতি। মীন রাশিতে প্রবেশ করেছেন। বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে ♔মেষ থেকে মীন রাশি - সকল রাশির জাতকদের উপর প্রভাব পড়বে। তবে দুটি রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। ওই দুই রাশির জাতকদের কী কী প্রভাব পড়বে, তা দেখে নিন -
ধনু রাশি- বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কিছু সমস্যার মুখে পড়তে পা🅠রেন ধনু রাশির জাতকরা। তা সত্ত্বেও বৃহস্পতির গোচর ধনু রাশির জাতকদের জন্য লাভজনক হবে।꧋ ধনু রাশির তৃতীয় স্থানে হয়েছে বৃহস্পতির গোচর। তার ফলে ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সংবাদমাধ্যম, লেখালেখি এবং আইনি পেশার সঙ্গে যুক্ত ধনু রাশির জাতকরা লাভবান হবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি হতে পারে। গাড়ি বা বাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন: প্রেম ﷽জীবনে ঝামেলা, বাড়বে ধারদেনা - ১৮💫 মাস সমস্যায় জর্জরিত থাকবে এই রাশিগুলি
মীন রাশি- মীন রাশিতেই প্রবেশ করেছেন বৃꦍহস্পতি। তাই বৃহস্পতির গোচরের সবথেকে বেশি প্রভাব পড়বে মীন রাশির জাতকদের উপরই। ধার-দেনা থেকে মুক্তি পাবেন। বিদেশ যাত্রা হত🏅ে পারে। পড়ুয়াদের জন্য সময় অনুকূল থাকবে। বিয়ের ক্ষেত্রে যে বাধা আসছিল, তা দূর হবে। তবে খরচ বাড়বে। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে।
আরও পড়ুন: আজই রাশি পরিবর্তন সূর্যের♋, পরের ১ মাস আয় বাড়বে এই রাশির💛 জাতকদের