জগদ্ধাত্রী পুজো ঘিরে ক্রমেই সাজো সাজো রব চন্দননগরে। হুগলির এই ইতিহাজ বিজড়িত নগরী, পুজোর পঞ্চমীর রাত থেকেই সেজেছে আলোর রোশনাইতে। এই শহরের আলোর কারুকার্য জগদ্বিখ্যাত। চন্দননগর-ভদ্রেশ্বর এলাকার তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোর খ্যাতিও কম নয়। লোকমুখে এখানের মায়ের ‘জা🔯গ্রত’ রূপের নানান কাহিনি শোনা যায়। নবমীর রাতে ঢাক, কাঁসরের শব্দে এই পুজোর আসর এক অন্যরকমের পরিবেশ তৈরি করে। ভক্তের ভিড়ের মাঝে পূজিতা হন মা।
২৪০র বেশি শাড়ি
গৌড়হাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো ঘিরে রয়েছে বেশ কিছু রীতি। এই দেবীর পুজোয় দ🌼েব🐼ীকে যেভাবে শাড়ি পরানো হয়, সেই দৃশ্যও দেখার মতো। প্রতি বছরই প্রায় ২০০র বেশি শাড়ি মাকে অর্পণ করেন ভক্তরা। এরমধ্যে থাকে বহু বেনারসি। কোনও একটি রঙকে বেছে নিয়ে সেই রঙের বেনারসি নিখুঁত সৌন্দর্যে পরিয়ে দেওয়া হয় দেবী মূর্তিকে। সব কয়টি শাড়িই থাকে মায়ের পরনে। এই বিরল ঘটনার দৃশ্যও এখানে দেখার মতো। চলতি বছরে এই গৌড়হাটি তেঁতুলতলার জগদ্ধাত্রী পেয়েছেন ২৪০টিরও বেশি শাড়ি। তারমধ্যে রয়েছে বেনারসিও।
( Jagadhatr🍰i puja 2024 Nabami Tithi: জগদ্ধাত্রী পুজো ২০২৪র নবমী তিথি কখন থেকে পড়ছে? রইল সময়, প্রচলিত কাহিনি)
( Modi on Bibek Debroy:‘গুজরাটের CM থাকার সময় থেকে চিনি ওঁকে…’, বিবেক দেবরায়ের স্ত্রীকে শোকবার্তা জানিয়♉ে আবেগঘন চিঠি মোদীর)