বাংলা নিউজ > ভাগ্যলিপি > জন্মাষ্টমীতে রাশি মেনে করুন কৃষ্ণের স্নান, পুজো, বাড়বে সুখ-সমৃদ্ধি
৩০ অগস্ট, আগামীকাল জন্মাষ্টমী। এদিন কৃষ্ণের জন্ম হয়েছিল। ৩০ অগস্ট মধ্যরাত্রিতে জন্মাষ্টমীর পুজো হবে। নিয়ম-নীতি মেনে পুজো করলে কৃষ্ণের আশীর্বাদ লাভ করে জাতক। আবার রাশি মেনে পুজো করলে সৌভাগ্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাꦐয়। কোন রাশির জাতকরা কী ভাবে জন্মাষ্টমীর পুজো করবেন দেখে নিন—
মেষ
- এই রাশির জাতকরা কৃষ্ণ ও রাধার মূর্তি স্নান করান।
- দুগ্ধজাত সামগ্রী ও বেদানা অর্পণ করলে সাফল্য লাভ করতে সহায়ক হবে।
বৃষ
- রুপোর তবক দিয়ে কৃষ্ণের মূর্তি সাজান।
- মিষ্টি, দুধ, দই ও মধুর ভোগ অর্পণ করুন।
- এর ফলে জীবনের কিছু সমস্যার সমাধান সম্ভব হবে।
মিথুন
- কৃষ্ণ ও রাধার মূর্তিকে দুধ দিয়ে স্নান করান।
- শুকনো ফল ও কলা অর্পণ করুন।
- সামাজিক পরিচয় ও সম্নান বৃদ্ধি হবে এর ফলে।
কর্কট
- সামান্য জাফরান মেশানো জল দিয়ে রাধা-কৃষ্ণকে স্নান করান।
- নারকেলের মিষ্টি ও নারকেলের ভোগ অর্পণ করুন।
- শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারেন এর ফলে।
সিংহ
- গঙ্গাজল ও মধু দিয়ে রাধা-কৃষ্ণকে স্নান করান।
- গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং গুড়ের ভোগ নিবেদন করুন।
- এর ফলে লক্ষ্য লাভের পথ প্রশস্ত হবে।
কন্যা
- রাধা-কৃষ্ণের মূর্তিতে ঘি লাগিয়ে দুধ দিয়ে স্নান করান।
- শুকনো ফল ও এলাচের ভোগ নিবেদন করুন।
তুলা
- দুধ ও চিনি দিয়ে রাধা-কৃষ্ণের মূর্তিকে স্নান করান।
- দুগ্ধজাত খাদ্যবস্তু ও শুকনো ফল এবং কলা নিবেদন করুন।
ধনু
- রাধা-কৃষ্ণের মূর্তিকে মধুতে স্নান করিয়ে আবার দুধ দিয়ে স্নান করান।
- কলা ও পেঁয়ারা নিবেদন করুন।
- এর ফলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হবে।
মকর
- রাধা-কৃষ্ণের মূর্তিকে গঙ্গাজল দিয়ে স্নান করান।
- মিষ্টি পানের পাতার ভোগ অর্পণ করুন।
- এর ফলে জীবনে লক্ষ্য প্রাপ্তি সম্ভব হবে।
কুম্ভ
- মধু, দুধ, দই, চিনি ও জল দিয়ে রাধা-কৃষ্ণকে স্নান করান।
- ড্রাই ফ্রুট ও লাল মিষ্টির ভোগ নিবেদন করুন।
- ইচ্ছাপূরণ সম্ভব হবে।
মীন
- মধু দিয়ে স্নান করিয়ে রাধা-কৃষ্ণের মূর্তিতে দই ও চিনি লাগান। শেষে জল দিয়ে স্নান করান।
- নারকেল ও দুধ দিয়ে তৈরি মিষ্টির ভোগ নিবেদন করুন।
- শান্তি ও সমৃদ্ধি লাভ সম্ভব হবে এবং সমস্ত মনোস্কামনাও পূর্ণ হতে পারে।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর