চলতি বছরে শনিবার ১৪ অক্টোবর পড়ছে মহালয়া। সেই দিনই রয়েছে সূর্যগ্রহণ। তবে তা সত্ত্বেও এই দিনে তর্পণে তার প্রভাব পড়বে না। মূলত, তর্পণের মাধ্যমে পূর্ব পুরুষদের জলদান করার রীতি পালিত হয়। তাই এই অমাবস্যাকে সর্বপিতৃ অমাবস্যা বলা হয়। দেখে নেওয়া যাক, এই অমাবস্যার তিথি কখন থেকে শুরু।