বাংলা নিউজ > ভাগ্যলিপি > ২০ তারিখ ভাদ্র পূর্ণিমা, শুরু হচ্ছে পিতৃপক্ষ, জেনে নিন শ্রাদ্ধ পূর্ণিমার সময়
হিন্দু ধর্মে ভাদ্র মাস❀ের পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। ভাদ্রপদ পূর্ণিমাকে শ্রাদ্ধ পূর্ণিমা বলা হয়। এদিন থেকেই পিতৃপক্ষের সূচনা হয়।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী পঞ্চমী, একাদশী ও সর্বপিতৃ অমাবস্যাকে শ্রাদ্👍ধের প্রধান তিথি গণ্য করা হয় ।পূর্ণিমার দিনে চন্দ্রের পুজো হয়। জ্যোতিষে চন্দ্রকে মনের কারক মনে 🐼করা হয়।
পূর্ণিমার শুভ ক্ষণ
পূর্ণিমা তিথি শুরু- ২০ সেপ্টেম্বর সকাল ৫টা ৩০𓆏 মিনিট থেকে।
প🉐ূর্ণিমা তিথি সমাপ্ত- ২১ সেপ্টেম্বর সকাল ৫টা ২৬ মিনিটে।
ভাদ্রপদ পূর্ণিমার গুরুত্ব
ভাদ্র পূর্ণিমার দিনে বিষ্ণুর আরাধনা করা হয়। এদিন সত্যনারায়ণ পুজো করলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয়। পূর্ণিমার উপবাস করলে বাড়꧋িতে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। এদিন স্নান-দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন থেকেই পিতৃপক্ষ শুরু হয়।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর