বৈদিক জ্যোতিষে রাহুকে নবগ্রহের মধ্যে অন্যতম মনে করা হয়। তবে এই গ্রহের কোনও ভৌতিক অস্তিত্ব নেই। জ্যোতিষে রাহুকে বিশেষ মাহাত্ম্য প্রদান করা হয়েছে। শনির পর রাহু সবচেয়ে ধীরগতিতে বিচরণ করে। একটি রাশিতে দেড় বছর কাটায় রাহু। বর্তমানে বৃষ রাশিতে রাহুর গোচর হচ্ছে। ১২ এপ্রিলে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এর ফলে তিনটি রাশির সমস্যা বৃদ্ধি পাবে। রাহু এই তিনটি রাশির ওপর কেমন প্রভাব ফেলবে এবং কীভাবে তার অশুভ প্রভাব থেকে মু্ক্তি পাবেন, জেনে নিন এখানে—মেষ- এই রাশির জাতকদের পারিবারিক ও পেশাগত জীবনে ওঠা-পড়া দেখা দেবে। চাকরি পর্যন্ত হারাতে পারেন। এ সময় কোনও লগ্নি করবেন না। সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করুন। বাণী তিক্ত হতে পারে। বিভ্রান্ত ও বিচলিত থাকবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। আকস্মিক ব্যয় বৃদ্ধি সম্ভব।উপায়- একটি মাটির বাসনে জব ভরে জলে প্রবাহিত করুন। চার শনিবার লাগাতার এমন করতে হবে।বৃষ- বিভ্রান্ত থাকবেন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। আকস্মিক ব্যয় বাড়তে পারে। ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে কাজ করলে লাভ হবে। নতুন বন্ধুত্ব করার সময় সাবধানতা অবলম্বন করুন। সাবধানে গাড়ি চালান।উপায়- প্রতিদিন ললাটে চন্দনের তিলক লাগিয়ে বের হন।কন্যা- রাহুর গোচর কালে বিভ্রান্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে আধিকারিকের সঙ্গে বিভেদ দেখা দেবে। এই সময়কালে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পেশাগত জীবনে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে। এ সময় আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করুন।উপায়- প্রতিদিন সাদা চন্দনের তিলক লাগান।