আগামী বছর বেশ কয়েকটি রাশিকে সাবধানে থাকতে হবে। কারণ তাঁদের উপর থাকবে শনির বক্র দৃষ্টি। সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীরে চলে শনি। জ্যোতিষ শাস্ত্রে শনিকে নিষ্ঠুর ও পাপী গ্রহ বলা হয়। ২০২২ সালে শনির রাশি পরিবর্তন হবে। ২৯ এপ্রিল ২০২২ সালে মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভে প্রবেশ করবে শনি। এর ফলে সমস্ত রা🍌শির উপর শুভ-অশুভ প্রভাব পড়বে।
২০২২-এ মোট ৮টি রাশির উপর শনির কু-দৃষ্টি থাকবে
২৯ এপ্রিল ২০২২-এ শনির রাশি পরিবর্তনের ফলে মীন রাশির উপর শনির সাড়েসাতি শুরু হবে। আড়াইয়ের প্রকোপ পড়বে কর্কট ও বৃশ্চিক রাশির উপর। ধনু, তুলাဣ, মিথুন, মকর ও কুম্ভ রাশির জাতকরা আগে থেকেই শনির প্রভাবে রয়েছেন। এবার মীন, কর্কট, বৃশ্চিক রাশিও শনির প্রভাবে আসার ফলে মোট ৮টি রাশির উপর শনির নজর থাকবে।
শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে করুন এই কাজ
নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন
বজরংবলীর পুজো করলে শনির অশুভ প্রভাব পড়ে না। তাই নিয়মিত হনুমান♛ চালিসা পাঠ ক💮রা উচিত।
শিবলিঙ্গে জল অর্পণ করুন
শিবের আশীর্বাদে শনির অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। তাই শিবকে প্রসন্ন করার জন্য প্রতিদিন শিবলিঙ্🤡গে জল অর্﷽পণ করুন।
শনি চালিসা ও মন্ত্র জপ করুন
শনিকে প্রসন্ন করার জন্য শনি চালিসা ও শনির বীজ মন্ত্র জপ করুন। শনির পুজো করলে তাꦏর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
এই মন্ত্র জপ করুন
ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায়নমঃ