তিরিশ বছর পরে নিজের মূল ত্র🌸িকোণ রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন শনি গ্রহ। আগামী ২৯ এপ্রিল (শুক্রবার) প্রবেশ করবেন কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির রাশি পরিবর্তনের ফলে প্রতিটি রাশির জীবনেই গভীর প্রভাব পড়ে। মানুষের জীবনে দাগ কেটে যায়।
জ্যোতিষীদের মতে, কুম্ভ রাশিতে শনির প্রবেশের ফলে ধনু রাশির জাতকরা শনির সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। আবার মীন রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি শুরু হবে। মিথুন এবং তুলা রাশির জাতকরা শনির ঢাইয়ার থেকে মুক্তি পাবেন। কর্কট এবং বৃশ্চ✃িক রাশির জাতকদের জীবনে শুরু হবে শনির ঢাইয়া। মকর রাশির সাড়েসাতি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির একটি রাশি পরিবর্তনের ক্ষেত্রে আড়াই বছর লাগে। সেভাবে পুরো চক্র ঘুরতে শনির ৩০ বছর লেগে থাকে।
আরও পড়ুন: মেষে ত্রিগ্রহী যোগ, দুশ্চিন্তা ও আর্থিক লোকসান বাড়বে এই 🐠৩ রাশির জাতকদের
দুটি দফায় কুম্ভে প্রবেশ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুটি দফায় কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি। প্রথমে ২৯ এপ্রিল থেকে আগামী ৪ জুন পর্যন্ত কুম্ভ রাশিতে মার্গী এবং ৪ জুন থেকে আগামী ১২ জুলাই পর্যন্তꦍ বক্রি অবস্থায় থাকবেন। বক্রি অবস্থা শেষ হওয়ার পরে (১৩ জুলাই) ফের মকর রাশিতে ফিরবেন শনি। আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবেন। তারপর ফের কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি। সেখানেই থাকবেন ২০১৫ সালের ২৯ মার্চ পর্যন্ত।