⛦ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই নিজের মতো করে তার রাশি পরিবর্তন করে। তাদের মধ্যে শুক্রের রাশি পরিবর্তনের ফলে বহু দিক থেকে লাভ মেলে। জ্যোতিষমতে মনে করা হচ্ছে, ধন আর বৈভবের কারক হলেন শুক্র। শুক্রের গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। দেখা যাক, কাদের ভাগ্য ফিরতে চলেছে।
ꦦশুক্রের কৃপা যদি কারোর ভাগ্যে থাকে, তাহলে বিভিন্ন দিক থেকে তিনি লাভবান হন। জ্যোতিষমত বলছে, যে জাতক জাতিকার উপর শুক্র প্রভাব ফেলে, তিনি বিভিন্ন দিক থেকে লাভ পান। জাতক জাতিকাদের শুক্র মূলত, সাহস, আত্মবিশ্বাস, সম্পত্তি, বৈভব, স্বস্তি, আনন্দ দিয়ে ভরিয়ে রাখেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। বলা হয়, যদি কোষ্ঠীতে ভালো স্থানে শুক্র থাকে, তাহলে বহু জাতক জাতিকা বিপুল ধনসম্পত্তি পেয়ে থাকেন। দেখে নেওয়া যাক, এবার শুক্রের উদয়ে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
মিথুন
💦শুক্র গ্রহের উদিত হওয়া খুবই লাভজনক আপনাদের জন্য। কারণ শুক্র গ্রহ আপনাদের রাশিতেই উদিত হতে চলেছেন। ফলে লাভ আপনারা পাচ্ছেনই! আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় হবে। আপনার জীবনে পার্থিব সুখ আসতে চলেছে। কেরিয়ার আর ব্যবসার দিক থেকে আপনি দারুন লাভ পাবেন। আপনার সব কাজ ভীষণ ভালো হবে। বিবাহিতদের জীবন আগের থেকে বেশি ভালো হবে। টাকা সঞ্চয় করার সুযোগও পাবেন।
তুলা
💝শুক্র গ্রহ আপনার গোচর কুণ্ডলী নবমভাবে উদিত হতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। সব কাজে ভাগ্য আপনাকে যোগ্য সঙ্গত দেবে। সরকারি চাকরি পেতে যাঁরা চেষ্টা করছেন, তাঁরা পাবেন লাভ। এই সময় আপনি দেশ বিদেশের যাত্রা করতে পারেন। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজ করতে পারেন আজ।
সিংহ
♔শুক্র আপনার রাশিত আয়ের জায়গায় অবস্থান করছেন। তারফলে সিংহ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। এই সময় আপনার আয়ে বিপুল লাভ হতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ব্যবসার সঙ্গে জড়িত প্রকল্পে এই সময় টাকা রোজগারের দারুন লাভ পাবেন। মান সম্মান এই সময় হু হু করে বাড়তে থাকবে। কোথাও বিনিয়োগ করলে তা থেকে পাবেন লাভ। সন্তানের দিক থেকে পাবেন শুভ খবর।
♓কবে রয়েছে এই যোগ- বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগ জুন মাসে হতে চলেছে। ফলে মাঝের আর কয়েকটি দিন মে মাসে পার করলেই, এই শুভ যোগ আসবে। দেখা যাক, তবে শুক্রের কৃপায় বহু রাশি এরফলে বিপুল লাভ পাবে।
🍬(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )