ভীষণ মধ্যবিত্ত একটি পরিবার থেকে উঠে এসেছিলেন তিনি। চোখে স্বপ্ন ছিল বড় কিছু করার। সফলতাও তিনি পেয়েছিলেন একের পর এক। কিন্তু এই সফলতাই তাঁকে ব্যর্থতার দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল🌳,🐈 সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত স্মৃতি রোমন্থন করলেন পর্দার ‘বালা’।
ইউটিউব চ্যানেল অনেস্টলি স🌺েইং পডকাস্টে কথা বলার সময় আয়ুষ্মান বলেন, ‘খুব অল্প বয়সে আমি আমার কেরিয়ার শুরু করেছিলাম। পপস্টারে যখন পারফর্ম করতাম তখন আমার বয়স ছিল ১৮, রোডিসে যোগ দেওয়ার সময় আমার বয়স ছিল ২১, প্রথম সিনেমা ভিকি ডোনার যখন হিট হয়,༺ তখন আমার বয়স ছিল প্রায় ২৮। স্বাভাবিকভাবেই একের পর এক সাফল্য আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল।’
(আরও পড়ুন: 🌺কী কাণ্ড! রুক্মিণীকে বিয়ের প্রস্তাব দিয়ে বিপাকে ফুগলা, দাবি কথ🌼াই বলছেন না দেব)
(আরও পড়ুন: ‘লোকে ভাবে আমি প্ওরচ🅰ণ্ড নেশা করি, ভদ্র-শান্ত ছেলে বলে…’, বলছেন সৌরভ, দর্শনাকে নিয়ে ফাঁস করলেন অজানা কথা…)
অভিনেতা আরও বলেন, ‘আপনি যদি একজন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি হন, হঠাৎ করে যদি আপনি একজন পাবলিক ফিগার হয়ে ওঠেন তাহলে স্বাভাবিক ভাবেই আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন ভারসাম্য হারাবে। আমি এই ব্যাপারটি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম। নিজেকে একই সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী এবং সন্তুষ্ꦅট করে রাখার ক্ষমতা না থাকলে ইন্ডাস্ট্ꦗরিতে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না।’
প্রসঙ্গত, ‘ভিকি ডোনার’ সিনেমার সাফল্যের পর একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান। ‘দাম লাগাকে হাইসা’, ‘বিন্দু’, ‘ব✃াধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’, ‘আন্ধাধুন’, ‘ড্রিম গার্ল 2’, ‘গুলাবো সীতাবো’ সহ একাধিক অন্য ধাঁচের সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে।
(আরও পড়ুন: প্রতিবা�🧸�দের মুখ থেকে বিজ্ঞাপনের মুখ! কিঞ্জলকে ‘সুবিধাবাদী’ তকমা, এল পালটা জবাব)
(আরও পড়ুন: মেয়ඣেকে আগলাতে ব্যস্ত, প্রথম ‘সন্তান’কে সময় দিতে পারছেন না, কোলে নিয়ে আদর শ্রীꦐময়ীর)
ব্যক্তিগত জীবনে🎀 বহুদিনের পুরনো বন্ধু তাহিরা কাশ্যপকে ২০০৮ সালে বিয়ে করেন আয়ুষ্মান। বর্তমানে ১০ বছরের ছেলে বিরাজবীর এবং ৮ বছরের মেয়ে ভারুশকাকে নিয়ে সুখের সংসার আয়ুষ্মানের।