ডি🔴জিটাল যুগ এটা। অনলাইন মাধ্যমকে উপেক্ষা করার কোনও উপায় বা অবকাশ নেই। আর এমন সময় দাঁড়িয়ে নতুন OTT মাধ্যম নিয়ে এল প্রসার ভারতী। নাম ওয়েভস। আর সেই প্ল্যাটফর্মের আগমনে উচ্ছ্বাস ▨প্রকাশ করলেন পরিচালক হংসল মেহতা।
ওয়েভস নিয়ে কী বললেন হংসল মেহতা?
হংসল মেহতা এদিন প্রসার ভারতীর এই OTT মাধ্যমের তারিফ করে একটি টুইট করে এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি ওয়েভস নামক প্ল্যাটফর্মে🅺র প্রশংসা করে লেখেন, 'প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভস আসলে ভীষণ ভালো আর কোনও রকম বাগ নেই এতে।' এরপরই তিনি জানান যে তিনি দারুণ খুশি যে দূরদর্শনের কালজয়ী শো যেমন বুনিয়াদ, হাম লোগ, ভারত এক ক্ষোভ ইত্যাদি রয়েছে। একই সঙ্গে রয়েছে অল ইন্ডিয়া রেডিয়োর আর্কাইভ থেকে একাধিক গান।
তিনি এই বিষয়ে লেখ💖েন, 'ভীষণ আনন্দিত হলাম যে বুনিয়াদ, হাম লোগ এবং অবশ্যই দুর্দান্ত ভারত এক ক্ষোভ ডিজিটাইজ ফর্মে রয়েছে এখানে। এছাড়াও ডিডি এবং AIR এর আর্কাইভ তো আছেই। গজল, থেকে কাওয়ালি💫 সহ কালজয়ী সব আবৃত্তি রয়েছে। এটা সত্যিই একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট।'
গত বুধবার, ২১ নভেম্বর গোয়ায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার উদ্বোধনের দিন মুক্তি পেল প্রসার ভারতীর এই OTT মাধ্যম ওয়েভস। গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এটির উদ্বোধন করেন। এটির বিষয়ে বলেন, ভারতীয় বিনোদন জগতের কাছে এটা একটা মাইলফলক। এই OTT মাধ্🧸যমের ট্যাগলাইন হল ওয়েভস ফ্যামিলি বিনোদনের একটি নতুন তরঙ্গ।
আরও পড়ুন: যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদের ꦉপথে সায়রা - রহমান, তবুও কি খোরপোষ নিচ্ছেন গায়কের ♚স্ত্রী? পরিমাণ কত?