আগামী ৩০ এপ্রিল হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। যে সূর্যগ্রহণ ‘শনি অমাবস্যা’ বা ‘শনিশ্চরি’ অমাবস্যার দিন হতে চলেছে। কোনও অমাবস্যা শনিবার পড়লে তাকে ‘শনি অমাবস্যা’ হিসেবেꩵ অবহিত করা হয়।
কোথা থেকে দেখা যাবে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ?
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতের কোনও জায়গা থেকে দ💜েখা যাবে না। দক্ষিণ আমেরিকা, আন্টার্টিকা, প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে সেই গ্রহণ দেখা যাౠবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৩০ এপ্রিল ভারতে যে গ্রহণ হতে চলেছে, তার কোনও সূতক কালের মান্যতা থাকবে না। কারণ পৃথিবীর যে প্রান্ত থেকে গ্রহণ পরিলক্ষিত হয় না, সেখানে সূতক কালের মান্যতা থাকে না বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়💃। তবে সূর্যগ্রহণের ফলে তিনটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন-
বৃষ- বৃষ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। সূর্যগ্রহণের ফলে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। কেরিয়ারে সাফল্য লাভের যোগ তৈরি হবে। যে কাজ সম্পূর্ণ হয়নি, তা পূরণ হবে। বাজারে বিন🧔িয়োগের জন্য এটা ভালো সময়।
আরও পড়ুন: ༒শনি ও মঙ্গলের যুতি⛎তে লাভবান হবেন ৩ রাশির জাতকরা, ‘২০৭৯’-র যোগে হবে ভাগ্যোদয়
কর্কট- সূর্যগ্রহণের প্রভাবে কর্কট রাশির জাতকরা আশাতীত সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে মান-সম্মান লাভ করবেন। কাজের ধরনে উন্নতি হবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকা൲রিকদের প্রশংসা লাভ করবেন। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। এই সময় আপনি ভাগ্যের পুরো সহায়তা পাবেন।
তুলা- তুলা রাশির জাতকরা সূর্যগ্রহণের শুভ ফল লাভ করেন। এই সময় আপনি ব্যবসার ক্ষেত্রে মুনাফা লাভ করবেন। ব্যবসায় বিনিয়োগের সময় অনুকূল থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পেতে পারেন। বিদেশের সঙ্গে সম্পর্কিত ব্যবসায় মুনাফা ༒লাভ করবেন।