হিন্দু শাস্ত্রে গ্রহণকে শুভ ঘটনা মনে করা হয় না। চলতি বছর মোট ৪টি গ্রহণ হবে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। হিন্দু পঞ্জিকায় সূর্যগ্রহণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্যগ্রহণের স🤪ময় কোনও শুভ কাজ করা হয় না। এমনকী দেবতাদের পূজার্চনাও নিষিদ্ধ।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ৩০ এপ্রিল বছরের 💧প্রথম সূর্য গ্রহণ সংগঠিত হবে। তবে এটি আংশিক সূর্য গ্রহণ। মেষ রাশিতে এই গ্রহণ হবে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও আন্টার্কটিকা থেকে 🍒এই গ্রহণ দেখা যাবে। বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোন্নতি ঘটবে।
বৃষ- এই রাশির জাতকদওেജর বছরের প্রথম সূর্যগ্রহণ লাভের সুযোগ নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির একাধিক সুযোগ পাবেন। কাজের জন্য প্রশংসিত হবেন। তবে এই রাশির ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় অধিক মনোনিবেশ করতে হবে।
কর্কট- কাঙ্খিত অর্থ ও সমৃদ্ধি লাভ করবেন এই রাশির জাতকরা। সম্পত্তি সংক্রান্ত লম্বিত মামলা শীঘ্র সমাপ্ত হতে পারে। নতুন বাড়ি কেনার জন্য সময় ভালো। ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য সময় 💫ভালো। লগ্নিতে ﷺসাফল্য লাভ করবেন। তবে শেয়ার বাজার থেকে দূরত্ব বজায় রাখুন।
তুলা- এই রাশির জাতকদের কেরিয়ারের জন্য সূর্য গ্রহণ অত্যন্ত শুভ। লগ্নির জন্য সময় অন💜ুকূল, লাভ হতে পারে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে অসফল হবেন। প্রিয়জনদের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন।
কুম্ভ- এই রাশির কোনও জাতক দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে গ্রহণের শুভ প্রভাবে শীঘ্র সুস্থ হয়ে উঠবেন। বিদেশ যাত্রার পরিকল্পনা করতে🌠 পারেন। চাকরিজীবীরা কাজে অতিরিক্ত দায়িত্ব লাভ করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন দেখতে পারেন। বদলির আদেশ পেতে পারেন। সিঙ্গল জাতকরা শীঘ্র মনের মানুষের সন্ধান পাবেন। বন্ধুদের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্কে উন্নতি হবে।