চলতি বছর দুটি সূর্য গ্রহণ প্রত্যক্ষ করবে বিশ্ব। প্রথম সূর্য গ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল মধ্যরাত্রি ১২টা ১৫ মিনিটে। এটি আংশিক সূর্য গ্রহণ। ভোর ৪টে ৮ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এই সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। আবার আংশিক হওয়ায় এর সূতককালও মান্য হবে না। দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও দক্ষিণ মে🌳রু থেকে দেখা যাবে।
জ্যোতিষ অনুযায়ী যে কোনও গ্রহণই মানবজীবনকে প্রাভাবিত করে। এ কারণে সমস্ত রাশির ওপর এই গ্রহণের প্রভাব পড়বে। তবে🔥 তিনটি রাশি গ্রহণের ফলে শুভ ফল লাভ করতে চলেছে। কোন রাশি জেনে নিন--
বৃষ- এই রাশির জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ শুভ প্রমাণিত হবে আর্থিক লাভ সম্ভব। অসম্পূর্ণ কাজ পূর্ণ হতেꦿ পারে। ব্যবসায় ভাগ্যের সঙ্গ পাবেন। নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। এ সময় ব্যবসায় নতুন লগ্নি করতে পারেন। এর ফলে ভবিষ্যতে লাভ হতে পারে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন।
কর্কট- আপনার রাশির জন্যও এই গ্রহণ লাভপ্রদ। কর্মক্ষেত্রে ও সমাজে আপনার ভাবমূর্তি ভালো হবে। প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে কাজ করার ধরন উন্নত হব🐽ে। অফিসে প্রশংসা লাভ করতে পারেন। আটকে থাকা টাকা লাভ করবেন।
ধনু- সূর্য গ্রহণের প্রভাবে আপনার জীবনে একাধিক পরিবর্তন আসবে। ব্যবসায় ভালো মুনাফা হবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বিদেশে চাকরি লাভের সুযো♕গ পাবেন। উন্নতির নতুন পথ উন্মুক্ত হবে। ব্যবসায় বড়সড় চুক্তি চূড়ান্ত হতে পারে। এই রাশির অধিপতি বৃহস্পতি। জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতিও সূর্যের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাই এই গ্রহণের ফলে আপনাদের লাভ হবে।