কলকাতায় বেস ক্যাম্প হলেও কেকেআরের সঙ্গে বাংলা ক্রিকেটের সংযোগ বলতে শুধু ইডেন গার্ডেন্স। বাংলার ক্রিকেটপ্রেমীদের আবেগকে হাতিয়ার করে কেকেআর আপিএলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তবে বাংলার ক্রিকেটে নাইট রাইডার্সের অবদান খুঁজতে ব🀅সা বোকামি। কেননা কেকেআর বরাবর বাংলার ক্রিকেটারদের থেকে মুখ ফিরিয়ে থাকে।
অন্য ফ্র্যাঞ্চাইজিরা চক্ষুলজ্জার খাতিরেও কয়েকজন ঘরোয়া ক্রিকেটারকে স্কোয়াডে রাখে। কেকেআরের তেমন কোনও বালাই নেই। ভিন রাজ্যের আনকোরা ক্রিকেটারদের মধ্যে বিস্তর সম্ভাবনা দেখে কেকেআ🐻রের টিম ম্যানেজমেন্ট। বাংল꧃ার ক্রিকেটারদের মধ্যে তেমন প্রতিভা খুঁজে পায় না তারা। শেষ করে কেকেআরের হয়ে বাংলার কোনও ক্রিকেটার মাঠে নেমেছেন, সেটা জানতে পরিসংখ্যানবিদের বরং বলা ভালো ইতিহাসবিদের সাহায্য নিতে হবে।
এবারও তার অন্যথা হয়নি। ধরে রাখা ক্রিকেটার ও নিলাম থেকে দলে নেও⭕য়া ক্রিকেটার মিলিয়ে ২১ জনের স্কোয়াড গড়েছে কেকেআর। তবে ত👍াতে বাংলার কোনও ক্রিকেটার নেই। কেকেআরের স্কোয়াডে মুম্বই, কর্ণাটক, পঞ্জাবের একাধিক ক্রিকেটার রয়েছেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিনাড়ু, হিমাচলপ্রদেশ এমনকি ঝাড়খণ্ড ও জম্মু-কাশ্মীরের ক্রিকেটারও রয়েছেন। ব্রাত্য শুধু বাংলা।
উল্লেখযোগ্য বিষয় হল, বাংলার হয়ে ক্রিকেট খেলা একাধিক তারকা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন। অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলেও খেলেছেন। তা সত্ত্বেও কেকেআরের বাংলার কোনও ক্রিকেটারকে কেন মনে ধরে না, সেটা বলা মুশকিল। ভিনরাজ্যের বেশ কয়েকজন ক্রিকেটার শুরু থেকেই বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। কেকেআর আইপিএল নিলামে তাঁদের দিক থেকেও মুখ ফিরিয়ে থাকে বরাবর। সুতরাং, নাইট রাইডার্সের এমন অবস্থানের পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা, তাꦆ বলা ভারি🍰 শক্ত।
কেকেআরের স্কোয়াডের ভারতীয় ক্রিকেটাররা
১. রিঙ্কু সিং- উত্তরপ্রদেশ।
২. অংকৃষ রঘুবংশী- মুম্বই।
৩. মণীশ পান্ডে- কর্ণাটক।
৪. লুবনিত সিসোদিয়া- কর্ণাটক।
৫. অজিঙ্কা রাহানে- মুম্বই।
৬. বেঙ্কটেশ আইয়ার- মধ্যপ্রদেশ।
৭. অনুকূল রায়- ঝাড়খণ্ড।
৮. রমনদীপ সিং- পঞ্জাব।
৯. বৈভব আরোরা- হিমাচলপ্রদেশ।
১০. মায়াঙ্ক মার্কান্ডে- পঞ্জাব।
১১. উমরান মালিক- জম্মু-কাশ্মীর।
১২. হর্ষিত রানা- দিল্লি।
১৩. বরুণ চক্রবর্তী- তামিলনাড়ু।
কেকেআরের স্কোয়াডের বিদেশি ক্রিকেটাররা
১. কুইন্টন ডি'কক- দক্ষিণ আফ্রিকা।
২. রহমানউল্লাহ গুরবাজ- আফগানিস্তান।
৩. রোভম্যান পাওয়েল- ওয়েস্ট ইন্ডিজ।
৪. মইন আলি- ইংল্যান্ড।
৫. আন্দ্রে রাসেল- ওয়েস্ট ইন্ডিজ।
৬. এনরিখ নরকিয়া- দক্ষিণ আফ্রিকা।
৭. স্পেনসার জনসন- অস্ট্রেলিয়া।
৮. সুনীল নারিন- ওয়েস্ট ইন্ডিজ।