ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা, দুই কꦚ্ষেত্রেই তিনি সমান জনপ্রিয়। অপরাজিতা আঢ্য থাকলে সিনেমা বা সিরিয়ালে দুটোই হিট। অনেকেরই পছন্দের অভিনেত্রী তিনি। টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর প্রথম ছবিতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইফ শ্রী’ পডকাস্টে এসে তাঁর 'সৌমিত্র জ্যেঠু'র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, স্মৃতি ভাগ করে নিয়েছেন অপরাজিতা।
স্মৃতির পাতা থেকে অভিনেত্রী বলেন, ‘সেসময় সৌমিত্র বাবু, অসিত সেন, অসিত চট্টোপাধ্য়ায়, চন্দন সেন, কৌশিক সেনরা কাজ করতেন। ওনারা কী করতেন বাইরে তক্তাপোশ পেতে আড্ডা দিতেন। তো উনি (সৌমিত্র চট্টোপাধ্যায়) অনেকক্ষণ ধরে আমায় দেখছিলেন, তারপর আমাকে হাতনেড়ে ডাকলেন। বললেন, তোকে বলেছে কত টাকা দেবে? আমি বললাম, না, কেউ তো আমায় বলেনি। তারপর ভিতরের দিকে দেখিয়ে🐟 বললেন, ওই ভদ্রলোককে গিয়ে জিগ্গেস কর, তাহলে তুই পারিশ্রমিক কত পাবি? আমি গিয়ে জিগ্গেস করলাম, জ্যেঠু আমাকে সৌমিত্র জ্য়েঠু জিগ্গেস করছে, আমি কত পারিশ্রমিক পাব? বললেন, যা গিয়ে বল, তোকে ২৫০ টাকা পার ডে দেওয়া হবে।’
অপরাজিতা আরও বলেন, ‘এরপর আমি ওনাকে (সৌমౠিত্র জ্য়েঠু)কে এসে বললাম, আমাকে ২৫০টাকা পার ডে দেওয়া হবে। উনি তখন বললেন, এই টাকাটা তুই কেন পাবি জানিস? আমি বললাম, অভিনয় করার জন্য। তো উনি বললেন, না, ধৈর্য ধরার জন্য। আর যেহেতু আমার বাবা-কাকা কেউ নেই, আমাকে যদি একা লড়াই করতে হয়, তাহল��ে আমার প্রথম ব্রহ্মাস্ত্র হল ধৈর্য্য়।’
অপরাজিতা আঢ্য বলেন তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অনেক সুযোগ পেয়েছেন, তাই অনেক শিখতেও পেরেছেন। অভিনেত্রী বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় সবসময় বলতেন, ‘বড় আর্টিস্টরা যখন অভিনয় করবেন, তখন সবসময় ফ্লোরে থাকবি।’ সেই প্রসঙ্গ ধরেই অপরাজিতা বলেন, ‘যেটা আমি কারোর মধ্যে দেখিনা। যদি ১-২ দিন লোক দেখানো বা কাউকে খুশি করতে কেউ করেও থাকে, তাহলেও মন থেকে কারোর আসে না। কিন্তু আমরা কী করতাম, যখনই কোনও সিনিয়র অভিনেতা-অভিনেত্রী অভিনয় করতেন, সেটে বসে থাকতাম, এখনও থাকি। এখনও আমর কো-অ্যাক্টরকে কিউ দেওয়ার জন্য আমি সেটেই থাকি।⭕ কেউ ভালো অভিনয় করলে আমি বসে বসে পুর🦩ো সিনটা দেখি, সে ছোট হোক কিংবা বড়। আমি বলি, এই জায়গাটা ঠিক লাগছে না, এটা এইভাবে করো। এই শিক্ষাগুলো ওনাদের (সৌমিত্র চট্টোপাধ্যায়) থেকেই পাওয়া। ’