তেতাল্লিশ বছরের মহেন্দ্র সিং ধোনির কোনও বিকল্প নিল না চেন্নাই সুপার কিংস। পাওয়ার হিটার এবং উইকেটকিপার হিসেবে ‘থালা’-র উপরেই ভরসা রাখল। সেইসঙ্গে আগামী তিন বছর আইপিএলে কী প্রশ্নপত্র তৈরি করবে, সেটাও স্পষ্ট বুঝিয়ে দিল। যদিও ধোনি কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন, তা স্পষ্ট নয়। যে🌌 ব্যাপারটা কিছুটা হলেও কাঁটার মতো বিঁধতে পারে চেন্নাইয়ের। তবে যে বিষয়টা তাদের ভোগাবে না, সেটা হল স্পিনারদের প্রাপ্যতা। দলে একগুচ্ছ স্পিনারকে নিল চেন্নাই। এমনকী নিলামে যে দু'জনকে সবথেকে বেশি দামে কিনেছে, সেই দু'জনই হলেন স্পিনার - নূর আহমেদ এবং রবিচন্দ্রন অশ্বিন। সার্বিকভাবে এবারের নিলামেও ‘রিইউনিয়ন’-র ধারা অ🐟ব্যাহত রাখল সিএসকে। দীপক চাহারকে বাদ দিয়ে মোটামুটি চেন্নাইয়ের সঙ্গে সমর্থক হয়ে যাওয়া সব খেলোয়াড়দেরই রেখে দিল। আর সেইসবের মধ্যেই নেট সেশনে বিরাট কোহলিকে বোল্ড করে দেওয়া গুরজাপন্ত সিংকে দলে নিল চেন্নাই।
চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়দের পুরো তালিকা
১) নূর আহমে𒁏দ: ১০ কোটি টাকাꦑ (বেস প্রাইস ২ কোটি টাকা)।
২) রবিচন্দ্রন অ🥃শ্বিন: ৯.৭৫ কোটি টাকা (বে♉স প্রাইস ২ কোটি টাকা)।
৩) ডেভন কনওয়ে: ৬.২৫ কোটি♛ টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
৪) খলিল আহমেদ: ৪.৮ কোটি টাকা (বেস প্রাইস ২ ক♊োটি টাকা)।
৫) রাচিဣন রবীন্দ্র: ৪ কোটি টাকা (বেস প্রাইস ১.৫ কোটি টাকা)♌।
৬) অংশুল কম্বো꧅জ: ৩.৪ কোটি টাকা (বেস ♚প্রাইস ৩০ লাখ টাকা)।
৭) রাহুল ত্রিপাঠী: ৩.৪ কোটি টাক🔯🔯া (বেস প্রাইস ৭৫ লাখ টাকা)।
৮) স্যাম কারান: ২.৪ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি ꦫটাকা)।
৯) দ༺ীপক হুডা: ১🐬.৭ কোটি টাকা (বেস প্রাইস ৭৫ লাখ টাকা)।
১০) বিজয় ꩲশংকর: ১.💞২ কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
১১) মুকেশ চৌধুরী: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩💯০ লাখ টাকা)।
১২) 🌌শেখ রাশিদ: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০༒ লাখ টাকা)।
১৩) গুরজাপন্ত সিং: ২.২ 𓂃কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
১৪) নাথান এলিস: ২ কোটি টাকা (বেস প🥃্রাইস ১.২৫ কোটি টাকা)।
১৫) জেম🐟ি ওভারটন: ১.৫ কোটি টাকা (বেস 💛প্রাইস ১.৫ কোটি টাকা)।
১৬) শ্রেয়ꦜস গোপাল: ৩০ লাখ টাকা (বেস প্রাইꦓস ৩০ লাখ টাকা)।
১৭) রামকৃষ্ণ ঘোষ: ৩০ লাখ টাকা ▨(বেস প্রাইস৩০ লাখ টাকা)।
১৮) কমলেশ নাগরকোটি: ৩০ লাখ টাকা (বেস প্র꧃াইস ৩০ লাখ꧙ টাকা)।
১৯) আন্দ্রে সিদ্ধার্থ: ৩০ লা⛎খ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
২০) বংশ বেদী: ৩০ লাখ টাকা (বেস প্রাইস𓄧 ৩০ লাখ টাকা)।
২১) রুতুরাজ গায়কোয়াড়: ১৮ কোটি টাকা।
২২) মাথিশা পাথিরানা: ১৩ কোটি টাকা।
২৩) শিবম দুবে: ১২ কোটি টাকা।
২৪) রবীন্দ্র জাদেজা: ১৮ কোটি টাকা।
২৫) মহেন্দ্র সিং ধোনি: ৪ কোটি টাকা।