উড়ান চলাকালী🔜🐼নই বিমানের মধ্যে চার মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক ভারতীয় নাগরিককে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ধৃত ব্যক্তির বয়স ৭৩ বছর!
সূত্রের দাবি, ভারতীয় ওই বৃদ্ধের নাম বালাসুব্রামানিয়ান রমেশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ হল - সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে আমেরিকা থেকে সিঙ্গাপুর আসার পথে, ১৪ ঘণ্টার যাত্রাপথে, মোট চারজন মহিলার শ্লীলতাহানি করেছ꧟েন তিনি।
তথ্য বলছে, প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অপরাধী হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। এবং আদালতে দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ ২১ বছরের জন্য হাজতꦯবাস করতে হতে পারে। আগামী ১৩ ডিসেম্বর রমেশকে সিঙ্গাপুরের আদালতে পেশ করা হবে। সেদিনই মামলার পরবর্তী শুনানির😼 দিন ধার্য করা হয়েছে।
সূত্রের 𒈔দাবি, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার এই ঘটনাগুলি ঘটে গত ১৮ নভেম্বর। যার জেরে পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হ꧅য়।
এরপর, আজ (২৫ নভেম্বর, ২০২৪) তাঁকে সিঙ্গাপুরের আদালতে পেশ 𒊎করা হয় এবং তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির সাতটি অভিযোগ পেশ ক🐟রা হয়।
আদালতে পেশ হওয়া নথি অনুসারে, ঘটনার দিন নির্দিষ্ট সময়সীমার ཧমধ্যে রমেশ একজন মহিলাকে চারবার নিশানা করেন এবং বাকি তিনজনকে একবার করে হেনস্থা করেন। দ্য স্ট্রেইটস টাইমস-এ প্র🅘কাশিত প্রতিবেদনে অন্তত এমনটাই দাবি করা হয়েছে।
তবে, যাঁরা রমেশের শিকার হয়েছিলেন বলে অভিযোগ 💃করা হচ্ছে, তাঁরা বিমানের যাত্রী ছিলেন, নাকি ﷽বিমানের কর্মী, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কারণ, তাদের পরিচয় যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আনা হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করা হয়েছে।
তবে, তাঁদের প্রত্যেককেই আল🌼াদা-আলাদা সময়ে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।
সূত্রের দাবি, প্রথম ঘটনাটির সময় নথিভুক্ত হয়েছে ভোর রাত ৩টে ১৫ মিনিট। যখন রমেশ তাঁর প্রথম শিকারকে নিগ্রহ করেন বলে অভিযোগ। এর পাঁচ মিনিট পর তিনি দ্বিতীয় মহিলাক🌳ে নিগ্রহ করেন এবং ভোর রাত ৩টে ৩০ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত ওই দ্বিতীয় মহিলাকেই আরও তিনবার হেনস্থা করেন তিনি!
এর𝓀পর✤ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি তৃতীয় এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন রমেশ এবং সবশেষে বিকেল ৫টা ৩০ মিনিটে চতুর্থ মহিলার শ্লীলতাহানি করেন।
সিঙ্গাপুরের আইন অনুসারে, কারও বিরুদ্ধে একটি শ্লীলতাহানি🍬র অভিযোগ প্রমাণিত হলেই তাঁকে সর্বোচ্চ ৩ বছর হাজতবাস করতে অথবা আর্থিক জরিমানা দিতে হতে পারে। অথবা, দু'টি শাস্তিই একসঙ্গে ভোগ করতে হতে পারে।
এমনকী, সিঙ্গাপুরে শ্লীলতাহানিতে দোষী ব্যক্তিদেরও বেত্রাঘাতও করা হয়। তবে, সেই শাস্তি হয়তো রমেশকে দেওয়া হবে না। কারণ, আইন অনুসারে, শ্লীলতাহানিতে দোষী ব্যক্তির বয়স ৫০ বছর বা তার বেশি হলে, তাঁকে বেত্রাঘাত থেকে অব্যাহতি দেওয়া হয়।