প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই-র জালে সন্তু গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে সন্তু গঙ্গোপাধ্যায়ের পরিচিতি রয়েছে। প্রসঙ্গত, আজই শিক্ষা দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের অপর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। কিছু দিন আগেই অর্পিতা, মায়ের মৃত্যুর ঘটনায় প্যারোলে জেল থেকে বেরিয়েছিলেন। এরপর তিনি পান জামিন। আর অর্পিতার জামিনের দিন✅েই নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই গ্রেফতার করল পার্থ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সন্তুকে।
ইডি সূত্রের খবর, ২০২৩ সালের ৪ মে মহেশতলায় সন্তুর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। একই বছরে ২০ মে সন্তু গঙ্গোপাধ্যায়ের শিবরামপুরের বাড়িতে ইডি চালিয়েছে তল্লাশি। খবর, কুন্তলের নির্দেশে অয়নকে ২৬ কোটি টাকা দেওয়ার অভিযোগ রয়েছে সন্তুর বিরুদ্ধে। অভিযোগ তিনি এজেন্ট হিসাবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে সন্তর কাছেই জমা পড়েছে নিয়োগ দুর্নীতির টাকা। জানা যাচ্ছে, বেহালায় সন্তু গঙ্গোপাধ্যায়ের রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। এদিকে, সোমবার সন্তুকে জিজ্ঞাসাব🍌াদ করে সিবিআই। আর সেই জিজ্ঞাসাবাদের পরই সন্তুকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিকে, শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জামিন দিয়েছ🥃ে ইডির বিশেষ আদালত। তবে তিনি জামিন পেলেও তিনি কলকাতার বাইরে যে পারবেন না শর্ত অনুযায়ী। তিনি কলকাতা পুলিশের জুরিসডিকশনের বাইরে যেতে পারবেন। এদিকে, নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার জন্য পার্থ অর্পিতার বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই। উল্ল🧜েখ্য, ২০২২ সালে জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়িতে একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময়ে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয় ২১ কোটি টাকা।
এদিকে, নিয়োগকাণ্ডে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্তুর যোগাযোগ 𒁃ছিল বলে💯 জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা। আর সেই বেহালাতেই রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে সন্তুর। এর আগে, অয়ন শীলকে জেরা করে প্রথমেই ওঠে সন্তুর নাম। এরপর সদ্য সন্তুকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করে সিবিআই।