দিনটা ছিল গত ১৯ নভেম্বর, রহমান-সায়রার বিবাহ-বিচ্ছেদের খবরে সকলেই তখন হতবাক। তার ঠিক ঘণ্টা খানেক পর ডিভোর্সের কথা জানান প্রবাসী বাঙালি গিটারিস্ট মোহিনী দে। কাকতলীয় ভাবে যিনি আবার একসময় এ আর রহমানের টিমে তাঁর সঙ্গে কাজ করতেন। এরপরই রহমানের স🥃ঙ্গে মোহিনী দের নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। নেটদুনিয়ায় রহমানের চরিত্র নিয়ে শুরু হয় জোর চর্চা।
যদিও এই জল্পনা এক্কেবারেই মিথ্যে বলে জানিয়েছেন এ আর রহমানের সদ্য বিচ্ছন্না স্ত্রী সায়রা বানু ও তাঁদের ছেলেমেয়েরা। এমনকী এধরনের খবর ছড়ালে আইনি পদক্ষেপ করবেন বলেও সাফ জানিয়েছেন অস্কারজয়ী স𝔉ঙ্গীতশিল্পী। ইতিমধ্যেই তাঁর নাম জড়িয়ে এধরনের খবর কানে গিয়েছে মোহিনী দের। অবশেষে রহমানের সঙ্গে প্রেম জল্পনা নিয়ে মুখ খুললেন বাঙ💎ালি গিটারিস্ট।
ঠিক কী বলেছেন মোহিনী দে?
গিটারিস্ট বলেন, ‘এধরনের গুঞ্জন নিয়ে আমার কাছে একাধির সাক্ষাৎকারের অনুরোধ আসছে। তবে আমি জানি ঠিক কী কারণে আমার কাছে এই সাক্ষাৎকারের অনুরোধগুলি আসছে। আমি সম্মানের সঙ্গে সব অনুরোধ ফিরিয়ে দ🎀িচ্ছি। কারণ, এই ভিত্তিহীন খবর নিয়ে মুখ খুলে নিজের এনার্জি নষ্ট করতে চাই না। দয়া করে আমার গোপনীয়তাক💟ে সম্মান করুন।’
আরওಌ পড়ুন-‘দুর্নিবার আম✨াদের সামনে মুখোশ পরে থাকে…’, ১ম বউ মীনাক্ষীর সামনে একথা কেন বলেছিলেন রচনা?
আরও এক 🅺ভিডি🤪য়ো বার্তায় মোহিনী দে বলেন, ‘আমার জীবনে পিতৃসহ অনেকেই রয়েছেন। তাঁদের মধ্য এ আর রহমান একজন। ৮ বছরের বেশি সময় ওঁর সঙ্গে কাজ করেছি। ওঁকে অকারণ কলঙ্কিত করছেন। রহমান স্যার আমার বাবার থেকেও বড়।’
প্রসঙ্গত, বিচ্ছেদ হলেও রহমানের নামের সঙ্গে লোকে কলঙ্ক জুড়ে দেওয়ার পর রবিবার রাতে মুখ খোলেন সায়রা বানু। তিনি মুম্বই থেকে এক অডিয়ো বার্তায় বলেন, ‘উনি একজন আশ্চর্যজনক মানুষ। আমি অনুরোধ করব দয়া করে ওকে ওঁর মতো থাকতে দিন। এই বিচ্ছেদের সঙ্গে অন্য কোনওকিছুই কোনো সম্পর্ক নেই। ওঁর কোনও দোষই নেই। আমি ওকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি। আমি ওকে কতটা ভালোবাসি, সেটাই বড় কথা। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে ওঁর বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ আনা বন্ধ করুন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। আমার আন্তরিক প্রার꧅্থনা এই যে আমাদের একটু একা ছেড়ে দিন।’ এর আগে রহমানের সন্তানরাও এধরনের গুঞ্জন নিয়ে মুখ খুলে বাবার পাশে দাঁড়িয়েছিলেন।