আইপিএল জেতা দলের ১২ জনকে ফিরিয়ে আনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গতবার কেকেআরে মোট ২৩ জন খেলোয়াড় ছিলেন। মেগা নিলামের আগে ছ'জনকে রিটেন করেছিল। আরও ছ'জনকে নিলাম থেকে নিয়েছে। সেইসঙ্গে সার💎প্রাইজ প্যা♛কেজ হিসেবে স্পেনসার জনসনকে নিয়েছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের পুরো তালিকা
১) রিঙ্কু সিং: ১৩ কোটি টাকা।
২) বরুণ চক্রবর্তী: ১২ কোটি টাকা।
৩) সুনীল নারিন: ১২ কোটি টাকা।
৪) আন্দ্রে রাসেল: ১২ কোটি টাকা।
৫) হর্ষিত রানা: ৪ কোটি টাকা।
৬) রামনদীপ সিং: ৪ কোটি টাকা।
৭) বেঙ্কটেশ আইয়ার: ২🌠৩.৭৫ কোটি টাকা (বেস প্রাইস ♛২ কোটি টাকা)।
৮) এনরিখ নরকিয়া: ৬.৫ ক💃োটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
৯) কুইন্টন ডি'কক: ৩.৬ কোটি টাকা (বেস প্💖রাইস ২ কোটি টাকা)।
১০) অংকৃষ রঘুবংশী: ৩♏ কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ ཧটাকা)।
১♓১) রহমানউল্লাহ গুরবাজ: ২ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
১২) বৈভব অরোরা: ১.৮ কোটি টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)🐲।
১৩) রোভম্যান পাওয়ে🌸ল: ১.৫ কোটি টাকা (বেস প্রাইস ১.৫ কোটি টাকা)।
১৪) মায়াঙ্ক মারকাণ্ড🐠ে: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
১৫) মণীশ পাণ্ডে: ৭৫ লাখ টাকা (বেস প্রাইস ৭𓆏৫ লাখ টাকা)।
১৬) স্পেনসার ဣজ꧙নসন: ২.৮ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
১৭) অজিঙ্কা রাহানে: ১.৫ কোটি টাকা (বেস প্রাইস ১.৫ কোট🅷꧃ি টাকা)।
১৮) লাভনীন্থ স𓆉িসোদিয়া: ৩০ লাখ টাকা (বেস প্রাইস ৩০ লাখ টাকা)।
১৯) মইꦛন আলি: ২ কোটি টাকা (বেস প্রাইস ২ কোটি টাকা)।
২০) অনুকূল রায়: ৪০ 🍸লাখ টাকা (বেস প্রা🃏ইস ৩০ লাখ টাকা)।
২𓂃১) উমরান মালিক: ৭৫ লাখ টাকা (বেস 💃প্রাইস ৭৫ লাখ টাকা)।
KKR-র সম্ভাব্য প্রথম একাদশ
কুইন্টন ডি'কক/রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, অংকৃষ রঘুবংশী/মণীশ পান্ডে, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, এনরিখ নরকিয়া, বৈভব অরোরা/মায়াঙ্ক মারℱকাণ্ডে/অনুকূল রায় এবং বরুণ চক্রবর্তী।
২০২৪ সালে কেকেআর খেলোয়াড়দের তালিকা
ফিল সল্ট, মণীশ পান্ডে (ফিরলেন), রিঙ্কু সিং (রিটেনশন), শ্রেয়স আইয়ার, অনুকূল রায় (ফিরলেন), সুনীল নারিন (রিটেনশন), কেএস ভ🍷রত, আল্লাহ গজনফর, দুষ্মন্ত চামিরা, মিচেল স্টার্ক, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী (রিটেনশন), অংকৃষ রঘুবংশী (ফিরলেন), নীতীশ রানা, শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল (রিটেনশন), রামনদীপ সিং (রিটেনশন), বেঙ্কটেশ আইয়ার (ফিরলেন), রহমানউল্লাহ গুরবাজ (ফিরলেন), চেতন সাকারিয়া, হর্ষিত রানা (রিটেনশন), সাকিব হুসেন এবং বৈভব๊ অরোরা (ফিরলেন)।