অস্ট্রেলিয়ার দলের মধ্যে বোলার এবং ব্যাটসম্যানদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে?! এমনই জল্পনা তৈরি হয়েছিল অজি ক্রিকেটার হেজেলউডের মন্তব্যে। তবে সোমবার এই সব জল্পনা উড়িয়ে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। পার্থে প্রথম টেস্টে ভারতের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। মূলত দুই ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে এই জন্য দায়ী করছেন প্রাক্তন ক্রিকেটাররা। কারণ, প্রথম ইনিংসে ভারতকে ১৫০ রানে অলআউট করার পরও ২৯৫ রানে টেস্টে পরাজিত হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অলআ꧅উট হয়ে গেছিল অজিরা।
জোশ হেজেলউডের বিতর্কিত মন্তব্য:
আসলে দলে বিভাজনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় জোশ হেজেলউডের করা একটি মন্তব্যের প্রেক্ষিতে। রবিবার টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ১২ রান। সাংবাদিকদের মুখোমুখি হলে ব্যাটিং বিপর্যয় নিয়ে যখন হেজেলউডকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, ‘আপনাকে এই প্রশ্নটা কোনও ব্যাটসম্যানকে করা উচিত। আমি এখন পরের টেস্ট নিয়ে ভাবছি। কিভাবে বিশ্রাম নিয়ে আবার পরবর্তী ম্যাচে এই ব্যাটসম্যানদের মুখোমুখি হব সেটাই আমার ভাবনায় ♓রয়েছে এখন।’
দলে বিভাজনের সব জল্পনা উড়িয়ে দিলেন কামিন্স:
আর সোমবার টেস্ট শেষে এই বিষয়টি স্পষ্ট করলেন অধিনায়ক প্যাট ক♏ামিন্স। তিনি বলেন, ‘আমি জানি না♈ জোশি (হেজেলউড) কী বলেছে। তবে আমি বলব আমাদের দলে কোনও বিভাজন নেই। এরকম অনেক সময় হয় যখন ব্যাটসম্যানরা আমাদের বোলারদের কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসে, আবার আমরাও অনেক সময় একই কাজ করি। আমরা একটা জোটবদ্ধ ইউনিট। এটাই আমার খেলা সবচেয়ে জোটবদ্ধ দল।’ তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে ক্রিকেট খেলাটাকে উপভোগ করি। আমরা গত কয়েক বছরে অনেক কিছু অর্জন করেছি। সুতরাং কোথাও কোনও সমস্যা নেই। সবাই ভালো রয়েছে, সব ঠিক রয়েছে।’
কী বলছেন প্রাক্তন অজি ক্রিকেটাররা:
বর্ডার-গাভাসকর ট্রফিকে কেন্দ্র করে ফক্স ক্রিকেটে এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভন। সেখানেই হেজেলউডের মন্তব্যের প্রেক্ষিতে গিলক্রিস্ট বলেন, ‘আমার তার কথা শুনে মনে হচ্ছে ড্রেসিংরুমে বিভাজন তৈরি হয়েছে, তবে আমি নিশ্চিত নয়। হয়তো আমিই বিষয়টা নিয়ে বেশি ভাবছি।’ অন্যদিকে ভন বলেন, ‘আমায় এটা স্বীকার করতে হবে যে আমি অবাক হয়েছি। হেজেলউড খুবই ভালো বোলার এবং ও একজন ভালো টিম মেম্বারও। আমি এর আগে কোনও অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে প্রকাশ্যে এই ভাবে ব্যাটার এবং বোলারদের মধ্যে বিভাজন করতে দেখিনি।’ তবে বিষয়টা নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘মন্তব্যটি যথেষ্ট গুরুতর। তবে আমি মনে ক💟রি না দলে বিভাজন রয়েছে।’