ভারতীয় সময় অনুযায়ী এদিন মধ্যরাতে সূর্যগ্রহণকালের তারিখ ও সময় রয়েছে। ফলে ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ। এদিকে, শনিবারের অমাবস্যার রাতে এই গ্রহণ ঘিরে রয়েছে একাধিক জ্যোতিষ গণনা। এমন দিনে কোনও বিপদ আপদ থেকে দূরে থাকতে জ্যোতিষবিদরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমন শনিচরি অমাবস্যার রাতে গর্ভবতী মহিলাদের বিপদ থেকে দূরে রাখতে একাধিক পরামর্শ দিচ্ছেন তাঁরা। দেখে নেওয়া য﷽াক, কোন কোন উপায় অবলম্বন করলে শনিবারের অমাবস্যার রাতে সূর্যগ্রহণকালে বিপদ থেকে দূরে রাখা যায় মহিলাদের।
সূর্যগ্রহণ কখন পড়ছে?
বছরের প্রথম সূর্যগ্রহণ এদিন মধ্যরাত ১২ টা ১৫ মিনিট থেকে শুরু হতে চলেছে। যা ভোর ৪ টে ০৭ মিনিট পর্যন্ত থাকবে। অর্থাৎ ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। গ্রহণকালে জ্যোতিশাস্ত্রে বহু শাস্ত্রীয় মতে নানান ধরনের টোটকা দেওয়া হয়ে থাকে বিপদ থেকে মুক্তি হতে। দেখে নেওয়া যাক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এদিন বিপদ থেকে দূরে থাকতে কোন কোন পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। আরও পড়ুন-সূর্যগ♕্রহণ 'রাজা' করে দিতে পারে এই রাশিগুলির জাতক জাতিকাদের! জ্যোতিষমত কী বলছে?
শনি অমাবস্যার রাতে সূর্যগ্🌼রহণ, গ♓র্ভবতী মহিলাদের জন্য জ্যোতিষ টিপস
-গর্ভবতী থাকাকালীন অনেকেরই খুব খিদে প💦েয়ে থাকে। তবে গ্রহণকালে খাওয়া দাওয়া না করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। যেহেতু গ্রহণ💜 মধ্যরাতে পড়েছে, তাই এই আংশিক সূর্যগ্রহণে সমস্যা হবে না।
-গ্রহণকালে কোনও আধ্যাত্মিক চিন্তায় বা আধ্যাত্মিক বই পড়লে বিভিন্ন বিপদ꧋ কাছে আসলেও তা কেটে যেতে পারে।