Ulto Rathyatra History: উল্টোরথের ইতিহাস ও মাহাত্ম্যে কোন রাজার কাহিনি উঠে আসে? রথযাত্রা ঘিরে কোন ঘটনা কথিত রয়েছে
Updated: 28 Jun 2023, 02:08 PM ISTপুরীর রথযাত্রা মূলত গুন্ডিচা যাত্রা বা গুন্ডিচা মন্দির যাত্রা নামে পরিচিত। এই যাত্রায় জগন্নাথদেব রওনা হন তাঁর মাসির বাড়ি। সেখানে থাকার সময় পালিত আটবেশ। আট দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
পুরীর রথযাত্রা মূলত গুন্ডিচা যাত্রা বা গুন্ডিচা মন্দির যাত্রা নামে পরিচিত। এই যাত্রায় জগন্নাথদেব রওনা হন তাঁর ম🌠াসির বাড়ি। সেখানে থাকার সময় পালিত আটবেশ। আট দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ৯ দিনের মাথায় দশমী তিথিতে তাঁরা গুন্ডিচা মন্দির থেকে ফেরেন, যা উল্টোরথ নামে পরিচিত। পুরীতে এটি বহুড়া যাত্রা নামে পরিচিত। আর এরপর বিভিন্ন রীতি মেনে সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। জগন্নাথ চড়েন নন্দীঘোষ রথে, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা চড়েন দর্পদলন রথে। এর নেপথ্য কাহিনি দেখা যাক।
পরবর্তী ফটো গ্যালারি