🌜দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন। একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার রাতে। দ্বিতীয় হুগলি সেতু ও টোল প্লাজার মাঝামাঝি জায়গায় এই ঘটনা হয়েছে বলে খবর। কলকাতা থেকে হাওড়ার দিকে বাসটি যাচ্ছিল বলে খবর। তবে সূত্রে খবর, আসলে বাসটি কলকাতা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। বাসটির মাথায় অনেক জিনিসপত্র ছিল। বেসরকারি বাস। সেই বাসে আচমকা আগুন জ্বলতে দেখা যায় বলে খবর। চলন্ত বাসে এভাবে আগুন জ্বলতে দেখে মারাত্মক আতঙ্ক ছড়ায়।
𝓀এদিকে যাত্রীদের মধ্য়েও চরম আতঙ্ক ছড়ায়। এই ঘটনার জেরে ব্রিজে তীব্র যানজট তৈরি হয়। রাত পর্যন্ত ওই রুটে যানজট তৈরি হয়েছে বলে খবর।
꧅পুরুলিয়ার দিকে যাচ্ছিল বাসটি। আচমকা তাতে আগুন ধরে যায়। এদিকে একেবারে দাউ দাউ করে জ্বলে যায় বাসটি। যাত্রীরা কোনওরকমে বাস থেকে নামেন।
꧟এদিকে সেতুতে ওঠার মুখে অধিকাংশ গাড়িকে এরপর হাওড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। আন্দুলগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।
🐼বাবুঘাট থেকে বাসটি রওনা হয়েছিল বলে খবর। আচমকা মাঝরাস্তায় আগুন। যান্ত্রিক ত্রুটি নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
🌊সূত্রের খবর, বাসের যাত্রীদের কোনওরকমে টেনে নামানো হয়। আগুনের জেরে ব্রিজের কোনও ক্ষতি হয়েছে কি না সেটা দেখা হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতুর উপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।