শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয়। এই সময় শুভ শক্তির উপস্থিতি বৃদ্ধি পায়। বাস্তু শাস্ত্রে এমন কিছু বিধান রয়েছে, যা শ্রাবণ মাসে পালন করলে বাড়িতে সুখ-সমৃদ্ধি বিরাজ করে।এই মাসে প্রতিদিন গোরুকে সবুজ ঘাস খাওয়ান। দরিদ্রদের ভোজন করান। এমন করলে বাড়িতে অন্নাভাব থাকবে না।তুলসী গাছ স্থাপনের জন্য শ্রাবণ মাসই সর্বশ্রেষ্ঠ। এই মাসে বাড়িতে অবশ্যই কোনও গাছ লাগান। এমন করলে বাড়িতে আনন্দ আসে।এই মাসে বাড়ির পূর্ব দিকে শিব-পার্বতীর ছবি বা মূর্তি বসান। এমন করলে ক্লেশ দূর হয়।এই মাসে রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক শান্তিলাভ হয় ও শরীর রোগমুক্ত হয়।এই মাসে উপোস রাখার অথবা একবেলা আহার গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয়, এমন করলে পাপমুক্তি ঘটে ও আধ্যাত্মবাদে আগ্রহ বাড়ে।রান্নাঘরে গঙ্গাজল ও বসার ঘরে রুপো বা তামার ত্রিশূল রাখলে অশুভ শক্তির বিনাশ হয়।আবার বাচ্চাদের ঘরে ডমরু রাখলে, তারা ভয়মুক্ত হয়।কাজে সাফল্যের জন্য, লকারে রুপো বা তামার নন্দী রাখুন। আবার রুপো বা তামার নাগ বাড়ির মুখ্য দরজায় রাখলে কাজ সাফল্যের সঙ্গে পুরো হয়।