শনির রাশি পরিবর্তনের বিষয়টি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। একটি রাশি থেকে অপর রাশিতে যেতে শনির প্🌳রায় আড়াই বছর লাগে। তার ফলে দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাশির জাতকদের উপর শনির গোচরের প্রভাব থাকে।
শনি যখন রাশি পরিবর্তন করেন, তখন তিনটি রাশির উপর সাড়েসাতি এবং দুটি রাশির ঢাইয়া শুরু হয়। সবমিলিয়ে মোট পাঁচটি রাশির উপর শনির রাশি পরিবর্তনের প্রভাব পড়ে। একনজ😼রে দেখে নিন, কবে রাশি পরিবর্তন করবেন শনি? কোন কোন রাশির উপর শনির সাড়েসাড়ি এবং কোন কোন রাশির উপর শনির ঢাইয়া চলবে -
শনির রাশি পরিবর্তন
গত বছরের ২৪ জানুয়ারি থেকে মকর রাশিতে আছেন শনি। আগামী বছরের ২৯ এপ্রিল আবারও শনির রাশি পরিবর্তন হবে। সেই সময় মকর রাশি থেকে বে𓆏রিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি।
কোন কোন রাশির উপর শনির প্রভাব পড়বে?
আপাতত শনির মহাদশার আওতায় আছে পাঁচটি রাশি। ধনু, মকর এবং কু🧸ম্ভ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি চলছে। তুলা এবং মিথুন রাশির উপর চলছে শনি ঢাইয়া। শনির রাশি পরিবর্তনের সাড়💯েসাড়ি থেকে মুক্তি পাবে ধনু রাশি। মিথুন এবং তুলা রাশি আবার শনির ঢাইয়া থেকে মুক্তি পাবে।
কোন কোন রাশির উপর শনির দশা শুরু হবে?
শনির রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতকদের উপর সাড়েসাꦡতি শুরু হবে। কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে শুরু হবে শনি🍒 ঢাইয়া।