নৈহাটিতে বড়মা কালীর বিসর্জন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গওেলেন এক ব্যক্তি। জখম অন্তত ২ জন। মৃতের নাম জয়দেব মণ্ডল। রিক্সাচালক জয়দেব স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
নৈহাটি শহরের অন্যতম বড় শ্যামাপূজা হল বড়মা কালী পুজো। শুক্রবার ছিল বিসর্জনের পালা। প্রথা অনুযায়ী প্রতিমাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ার সম꧑য় একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। গায়ের উপর তার পড়ে জখম হন ৩জন। তাঁদের দ্রুত নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় জয়দেব মণ্ডলের।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগের তির পুলিশের দিকে। জয়দেꦕবের ছেলে অভিযোগ করেন, ‘ বিসর্জন দিয়ে ফেরার সময় এই দুর্ঘটনা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর বেশ ক্ষাণিকক্ষণ আহত অবস্থায় জলে পড়ে ছিল আমারা বাবা। পꦫুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হুকিং-এর তার থেকে এই দুর্ঘটনা হয়েছে। প্রতিবাদের পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
প্রা🐭থমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ফেরিঘাটের কাছে বিদ্যুতের খুঁটি থেকে বেরিয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 🅰এই দুর্ঘটনা হয়েছে।